বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কাশ্মীরের বাইরে থেকেও রিক্রুট করছে
লস্কর ও আইএসআইয়ের নয়া সংগঠন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লস্কর-ই-তোইবা ও পাকিস্তানের আইএসআইয়ের মদতে তৈরি নয়া জঙ্গি সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মুকাশ্মীর’ উপত্যকার বাইরে থেকেও পুরোদমে জঙ্গি রিক্রুট শুরু করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিসের গোয়েন্দা বিভাগ এই রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে। 
এই বছর জঙ্গি হামলায় ইতিমধ্যেই ৪২ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সম্প্রতি একটি হত্যাকাণ্ডের পর সেই হামলার দায় নিয়ে বিবৃতি জারি করে প্রকাশ্যে এসেছে ইউনাইডেট লিবারেশন ফ্রন্ট জম্মু-কাশ্মীর। গোয়েন্দারা জানতে পেরেছে, সংগঠনটি গত ডিসেম্বর মাসে চালু হয়েছে। প্রাথমিকভাবে এই সংগঠন শুধু জম্মু কাশ্মীর থেকেই সদস্য নিয়োগে সীমাবদ্ধ থাকলেও, বেশ কয়েকমাস ধরে তাদের লক্ষ্য ভারতব্যাপী সংগঠন বিস্তার করা। সেই লক্ষ্যে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’, ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ ইত্যাদি নামে শাখা গোষ্ঠী তৈরি করে রিক্রুটমেন্ট করা হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল থেকে পশ্চিমবঙ্গ জুড়ে তাদের রিক্রুটমেন্টের টার্গেট। লক্ষ্যণীয়ভাবে কোনও ধর্মীয় প্রতীক তাদের পতাকা কিংবা লেটারহেডে ব্যবহার করা হচ্ছে না। এখন অন্য ফরমুলায় ভিডিও মেসেজ এবং রূপকধর্মী বক্তৃতার মাধ্যমে নিজেদের প্রচার করছে। নির্দিষ্ট সময় অন্তর এই সংগঠন নতুন সদস্যদের ছদ্মনামের তালিকা প্রকাশ করে দেখাতে চাইছে যে, তাদের সংগঠন ক্রমেই কলেবরে ও জনপ্রিয়তায় বাড়ছে। সম্প্রতি ঘটে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হত্যকাণ্ডের দায় নিয়ে এই সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যে, বহিরাগতদের কাশ্মীর থেকে চলে যেতে হবে। কাশ্মীরের জনবিন্যাস বদলের চেষ্টা করা হলে ভয়ঙ্কর পরিণতির জন্য যেন সরকার প্রস্তুত থাকে।
 পুঞ্চে নিরাপত্তা বাহিনীর টহল।-পিটিআই

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ