বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

১০০ কোটি টিকাকরণের লক্ষ্য পূরণের
সাফল্য সকল দেশবাসীর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ইতিহাসের সাক্ষী হল দেশ। গতকাল বৃহস্পতিবার ২১ অক্টোবর ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পার করার পর আজ, শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই কঠিন লক্ষ্যে পৌঁছানোর সাফল্যের জন্য সকল দেশবাসীকে অভিনন্দনও জানান তিনি। বলেন, ১০০ কোটি টিকার ডোজ কোনও সাধারন বিষয় নয়। এর মাধ্যমে ইতিহাসে নতুন অধ্যায়ের সুচনা হল। মোদি বলেন, '২১ অক্টোবর ভারত ১০০ কোটি টিকাকরণের কঠিন এবং অসাধারণ গণ্ডি পার করে। এর নেপথ্যে সকল ভারতীয়ের অবদান রয়েছে। এটা সকল ভারতবাসীর সাফল্য। এটা ভারতের সাফল্য। ১০০ কোটি টিকাকরণ শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। এটা আমাদের সামর্থের প্রমাণ। এই ঘটনা সেই ভারতের ছবি যে ভারত নিজের সঙ্কল্প সিদ্ধির জন্য পরিশ্রম করতে জানে। ভারত দেখিয়ে দিয়েছে সে নিজের কর্তব্য পালন করতে জানে। আর তাতেই সাফল্যও এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। জানান, ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে। যে দ্রুততায় ১০০ কোটি ভ্যাকসিনেশন হয়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে। গোড়ার দিকে টিকা আমরা বিদেশ থেকেই আমদানি করতাম। তাই অতিমারীর শুরুতে অনেক প্রশ্ন উঠেছিল। সকলে ভ্যাকসিন পাবেন তো? কী করে সকল দেশবাসীর ভ্যাকসিনেশন হবে এই সব নিয়ে। আজকের এই ১০০ কোটি ভ্যাকসিন ডোজ সেই সমস্ত প্রশ্নেরই উত্তর। আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে। এই ভ্যাকসিনেশন কর্মসূচির গোটাটাই বিজ্ঞান নির্ভর বলেও দাবি প্রধানমন্ত্রীর। বলেন, এই টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি বলেই তিনি দাবি করেন। কোন রাজ্য কতটা ভ্যাকসিন পাবে, তা ঠিক হয়েছে বৈজ্ঞানিকভাবেই। সবশেষে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, দেশে এখন উৎসবের মরশুম চলছে। গত দীপাবলিতে সবাই অশান্তি ভোগ করেছেন। আসন্ন দীপাবলিতে ১০০ কোটি ভ্যাকসিনেশন কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উৎসব পালন করুন। জুতো পরে যেমন আমরা বাইরে যাই, ঠিক তেমন ভাবেই মাস্ক পরেই রাস্তায় বের হন।

22nd     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ