বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিচারকের মৃত্যুতে খুনের চার্জ
গঠন অটো চালক ও সহকারীর বিরুদ্ধে 

নয়াদিল্লি: ঝাড়খণ্ডের বিচারক খুনে চার্জশিট পেশ করল সিবিআই। তাতে অটো চালক ও তার সহকারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। বুধবার সেই মামলার চার্জশিট পেশ করা হয়। সেখানে অটোচালক লক্ষ্মণ ভার্মা ও সহকারী রাহুল ভার্মার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। চলতি বছর ২৮ জুলাই ঝাড়খণ্ডের ধানবাদের রাস্তায় একটি অটো চাপা দেয় বিচারক উত্তম আনন্দকে (৪৯)। ইচ্ছাকৃত ভাবেই তাঁকে ধাক্কা মারা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিস। ঘটনার পরের দিনই দুই অভিযুক্ততে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিবিআই সিদ্ধান্তে আসে ইচ্ছাকৃতভাবেই বিচারককে ধাক্কা দিয়ে খুন করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, একাধিক খুনের মামলা চলছিল তাঁর এজলাসে। বেশ কয়েকজন মাফিয়ার জামিন বাতিল করেন তিনি। 

21st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ