বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অনন্তকাল তদন্ত চলতে পারে না, লখিমপুর কাণ্ডে
যোগী সরকারকে তোপ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লখিমপুর খেরির কৃষক খুনের তদন্ত নিয়ে ফের সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে যোগী সরকার। সর্বোচ্চ আদালতের প্রশ্ন, অনন্তকাল ধরে তো তদন্ত চলতে পারে না। কেন অহেতুক বিষয়টিকে দীর্ঘায়িত করছেন? কেন এখনও সব সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়নি? কেন ধৃতদের পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি? কী করছে উত্তরপ্রদেশ সরকার?.....যোগী সরকারকে এমনই কড়া প্রশ্নবাণে বিদ্ধ করার পাশাপাশি প্রধান বিচারপতি এন ভি রামনার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাজ্য সরকারের কাজে তীব্র ক্ষোভও প্রকাশ করেছে। সরকারের পক্ষে দাঁড়ানো বিশিষ্ট আইনজীবী হরিশ সালভেকে প্রধান বিচারপতি বলেন, গতকাল রাত ১টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কিন্তু আপনারা রাজ্য‌ সরকারের বক্তব্য (তদন্তের স্টেটাস রিপোর্ট) জানাননি। আজ সকালে শুনানির কিছুক্ষণ আগে একেবারে শেষ মুহূর্তে কেন তা জমা করছেন? তাও আবার মুখবন্ধ খামে? এভাবেই যোগী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। 
সর্বোচ্চ আদালতের একের পর এক তোপের মুখে পড়ে সরকারের আইনজীবি হরিশ সালভে ঘোর অস্বস্তিতে পড়েন। চাপে পড়ে তিনি অনুরোধ করেন, শুনানি যদি শুক্রবার হয়, তাহলে ভালো হয়। যদিও আদালত তা অনুমোদন করেনি। সুপ্রিম কোর্ট বলে, না আজই যা বলার বলতে হবে। জানাতে হবে, এ পর্যন্ত কী করেছে উত্তরপ্রদেশ সরকার। বিষয়টি অনন্তকাল চলতে পারে না। ওখানে ৮ জন মারা গিয়েছেন। তাই বিষয়টিকে মোটেই লঘু করে দেখা উচিত নয়, ঝুলিয়ে রাখাও অনুচিত। অথচ ৪৪ জন সাক্ষীর মধ্যে মাত্র চারজনের বক্তব্য এ পর্যন্ত রেকর্ড করেছেন। সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কী করেছেন, তাও জানাননি কেন? প্রশ্ন করেন দেশের প্রধান বিচারপতি। জবাবে সালভের বক্তব্য, দশেরার জন্য‌ নিম্ন আদালত বন্ধ ছিল। এ কথা শুনেই পাল্টা চেপে ধরেন বেঞ্চের অন্যতম সদস্য হিমা কোহলি। তাঁর প্রশ্ন, ক্রিমিনাল কোর্টে আবার ছুটি থাকে নাকি?
গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার তিকোনিয়ায়  স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস গাড়ি চালিয়ে নিরীহ কৃষকদের পিষে মেরেছে বলে অভিযোগ। সঙ্গে চলেছে গুলিও। বিষয়টিকে ‘নির্মম হত্যা’ বলেই আগেই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সমালোচনার পর আশিস মিশ্রকে রাতারাতি গ্রেপ্তার করেছে পুলিস। কিন্তু তদন্ত ঠিকমতো এগচ্ছে না বলেই অভিযোগ। বিষয়টি উত্তরপ্রদেশ পুলিস কৌশলে দীর্ঘায়িত করছে বলেও অভিযোগ। সুপ্রিম কোর্টও এ ব্যাপারে এদিন যোগী সরকারকে চেপে ধরেছে। 
রাজ্য সরকারের পক্ষে আ‌ইনজীবী হরিশ সালভে আদালতকে জানিয়েছেন, ওখানে আরও ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। সেগুলি ফরেনসিকে পাঠানো হয়েছে। ১০ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সেদিন দুটি অপরাধের ঘটনা ঘটেছে। একটি হল, কৃষকদের গাড়ি চাপা দেওয়া। অন্যটি, কয়েকজনকে নৃশংসভাবে পিটিয়ে মারা। সালভের সওয়াল শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টের মন্তব্য, উত্তরপ্রদেশ সরকারকে এ ব্যাপারে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানি হবে।

21st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ