বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উত্তরপ্রদেশে ৪০ শতাংশ মহিলা
প্রার্থী দেওয়ার ঘোষণা প্রিয়াঙ্কার
 যোগীর বিরুদ্ধে দাঁড়ানোর ভাবনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বদলি, পরিবর্তন, প্রত্যাবর্তন। নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল। দশেরা কাটতেই শুরু হয়ে গেল উত্তরপ্রদেশের ভোট যুদ্ধের ‘ওয়ার্মআপ।’ জেলায় তিন বছরের বেশি কর্মরত অফিসারদের বদলির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। যাঁরা ভোটের কাজে যুক্ত হবেন, সেইসব সরকারি অফিসারকে নিজের জেলা ছাড়তে হবে। প্রভাব এড়াতেই এই সিদ্ধান্ত। একই জেলায় তিন বছরের বেশি কর্মরত থাকলে তাঁদের অন্য জেলায় পাঠানো হবে। 
এদিকে, যোগী আদিত্যনা঩থের বিরুদ্ধে তিনিই প্রার্থী হবেন কি না, শীঘ্রই সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে ভাবনা চিন্তা একটা চলছে। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে আমি নিজে ভোটে লড়ব কি না, শীঘ্রই সিদ্ধান্ত নেব।’ কংগ্রেসের পক্ষে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সোনিয়া-কন্যা মঙ্গলবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিনটিতে লখনউতে বিশেষ সাংবাদিক সম্মেলন করে নারীশক্তির উল্লেখ করেন। বলেন, ‘২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেবে।’ নিঃসন্দেহে যা ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই উল্লেখ করছে কংগ্রেস। প্রিয়াঙ্কা বলেন, ‘১৫ নভেম্বরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। কোনও জাত, ধর্ম, বর্ণ নয়। বিধানসভা এলাকায় পরিচিত মুখ এবং লড়াই করার মানসিকতা থাকলেই টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।’ প্রিয়াঙ্কা বলেন, ‘উন্নাও, হাতরাস, লখিমপুর খেরি, সীতাপুর…একের পর এক এলাকার নানা ঘটনায় মহিলাদের দমিয়ে রাখার যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদেই কংগ্রেস এবার ভোটে ৪০ শতাংশ ক্ষেত্রেই মহিলাদের প্রার্থী করবে বলে ঠিক করেছে। মহিলাদের সামনে রেখেই ‘পরিবর্তন’ আসবে।’
উত্তরপ্রদেশের রাজনীতিতে মহিলাদের অগ্রাধিকারের বার্তায় আগামীদিনে লোকসভা ভোটেও প্রভাব পড়বে বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। রাজনৈতিক মহলের মতে, ৪০ শতাংশ মহিলা প্রার্থীর ঘোষণায় নরেন্দ্র মোদি এবং বিজেপিকে চাপে ফেলে দিল কংগ্রেস। কারণ, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আজও সংসদে ৩৩ শতাংশ সংরক্ষণের মহিলা বিল আনেনি বিজেপি। এমতাবস্থায় মহিলা কার্ড খেলে বিজেপি তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলকেও চাপে ফেললেন প্রিয়াঙ্কা। একইভাবে গৃহস্থ ভোটারদের মন জয়েও কয়েক পা এগিয়ে রইল কংগ্রেস।  
এরই বিপরীতে নরেন্দ্র মোদিও নামছেন উন্নয়নের উড়ান নিয়ে। বিমানবন্দর, হাসপাতাল, সড়ক, বন্যারোধ, কলেজ, আবাসিক বিদ্যালয়, পর্যটন সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে আজ বুধবার ময়দানে নামছেন তিনি। সব মিলিয়ে ৭২২ কোটি ১১ লক্ষ টাকার প্রকল্পের সূচনা হবে আজ। কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, সরকারি প্রকল্পের মাধ্যমে  নিজের পক্ষে সমর্থন জোগাড় করতে চাইছেন মোদি। 

20th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ