বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বৃষ্টিতে ফসলের ক্ষতি, সেঞ্চুরি
টম্যাটোর, চড়ছে পেঁয়াজের দর

পুনে: আগস্ট মাসের শেষ থেকেই দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে একদিকে যেমন ফসল উঠতে ও বাজারে আসতে দেরি হচ্ছে, তেমনই অত্যন্ত খারাপ হচ্ছে তার গুণমান। তার ফলেই উত্তরোত্তর বাড়ছে টম্যাটো ও পেঁয়াজের দাম। চলতি বছরের শেষ পর্যন্ত দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা চলবে বলে জানিয়েছেন নাসিকের দিনদোরি তালুকের ব্যবসায়ী সুরেশ দেশমুখ।
খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত এক মাসে এই দুই সব্জির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানী দিল্লিতে সেপ্টেম্বরে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৭ টাকা। অন্যদিকে, টম্যাটোর দাম কেজিতে ২৮ টাকা থেকে বেড়ে দাঁ‌঩ড়িয়েছে ৫৯ টাকা। দেশের কোনও কোনও শহরে এই দুই খাদ্যপণ্যের দাম ৫০ ও ৬০ টাকা ছাড়িয়েছে। কলকাতার পাইকারি বাজারে কেজি প্রতি ৮৪ টাকায় বিক্রি হচ্ছে টম্যাটো। খুচরো মূল্য সেঞ্চুরি ছাড়িয়েছে। গত মাসেই কৃষকরা বলেছিলেন, এপ্রিল-মে মাসে ওঠা টম্যাটো ও পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সেপ্টম্বরের শেষ থেকে বাজারে ফসল কম আসতে শুরু করে। আর বাজারে জোগান কম হতেই চড়তে থাকে দাম। অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে একদিকে যেমন বাজারে কম সব্জি আসছে, তেমনই তার গুণমান অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন দেশমুখ। 

20th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ