বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এবার শিষ্যকে খুনের মামলায়
রাম রহিমের যাবজ্জীবন সাজা

চণ্ডীগড়: শিষ্য খুনের মামলায় হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত। অন্য সাজাপ্রাপ্তরা হল কৃষান লাল, জসবীর সিং, অবতার সিং ও সবদিল সিং। কারাদণ্ড ছাড়াও তাদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। রাম রহিমকে ৩৫ লক্ষ টাকা, বাকিদের মোট ৪ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকার অর্ধেক পাবে মৃতের পরিবার। ১৯ বছর আগে ডেরা সাচা সৌদার ম্যানেজার তথা শিষ্য রণজিৎ সিংকে খুনের অভিযোগ ওঠে আশ্রমের প্রধান গুরমিত রাম রহিমের বিরুদ্ধে। আরও পাঁচ জনের নাম জড়ায় খুনের  মামলায়। বিচার চলাকালীন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। এমাসেই হরিয়ানার পঞ্চকুলার সিবিআই আদালত রাম রহিম সহ পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে। এদিন সেই মামলার রায় ঘোষণা হল। যদিও এক সাংবাদিকে খুনে ২০১৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হয়েছে রাম রহিমের। দু’টি সাজাই একসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন বিচারক। এছাড়া আশ্রমের দুই  মহিলাকে ধর্ষণের মামলায় ২০ বছরের জেল হয় বিতর্কিত ধর্মগুরুর। ২০১৭ সাল থেকে রোহতকের সুনারিয়া জেলেই রয়েছে রাম রহিম। উল্লেখ্য, ২০০২ সালে গুলিতে খুন হন ডেরা সাচা সৌদার ম্যানেজার রণজিৎ সিং। সে সময় রাম রহিমের কুকর্ম ফাঁস করে বেনামি চিঠি আশ্রমের মধ্যে ঘুরতে শুরু করে। সেই চিঠির নেপথ্যে ম্যানেজার রণজিৎ সিংয়ের হাত রয়েছে বলে সন্দেহ হয় রাম রহিমের। তারপরই খুন হন রণজিৎ। এমনকী সেই চিঠি খবরের কাগজে প্রকাশ করার পর খুন হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। দু’টি খুনেই নাম জড়ায় রাম রহিমের। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন রাম রহিম। যদিও বাকিরা সশরীরে উপস্থিত ছিল। সাজা ঘোষণাকে কেন্দ্র করে অশান্তি এড়াতে এদিন সিরসা আশ্রম ও আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। -ফাইল চিত্র 

19th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ