বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জলন্ধরে হিট-অ্যান্ড-রান 
দুই মহিলাকে পিষে দিলেন
পুলিস ইনসপেক্টর, মৃত ১

জলন্ধর: পাঞ্জাবের জলন্ধরে হিট-অ্যান্ড-রান। অভিযুক্ত এক পুলিস ইনসপেক্টর। দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে দুই মহিলাকে পিষে দিলেন তিনি। তাঁদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। পরে ধাওয়া করে অভিযুক্ত পুলিসকর্মীকে গ্রেপ্তার করেছে জলন্ধর পুলিস। তাঁর নাম অমৃত পাল সিং। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিস। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এই দুর্ঘটনায় জলন্ধর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। মৃতার পরিবার ও স্থানীয় জনতা মিলে রাস্তা অবরোধ করেন। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চলে। যার জেরে শহরে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিস জানিয়েছে, এদিন সকালে শহরের ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন দুই মহিলা। তখন দেখেতে পান একটি দুধ সাদা মারুতি ব্রেজা গাড়ি দ্রুত গতিতে তাঁদের দিকে ধেয়ে আসছে। দেখে কয়েক পা পিছিয়েও যান তাঁরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গাড়িটি স্পিড না কমিয়েই দু’জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুই মহিলাই তখন রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই যিনি মারা গিয়েছেন তাঁর নাম নভজ্যোৎ কাউর। তিনি জলন্ধরের ধানোওয়ালির বাসিন্দা। শহরে একটি গাড়ির শোরুমে কাজ করেন নভজ্যোৎ। এদিন অফিসে যাওয়ার জন্য বান্ধবীর সঙ্গে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাঁর বান্ধবীও জলন্ধরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এসিপি বলবিন্দর ইকবাল সিং কাহালো বলেন, সিসিটিভি থেকে প্রচুর ফুটেজ জোগাড় করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ইনসপেক্টর অমৃত পাল সিং গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। তাঁকে পরে গ্রেপ্তার করা হয়। মৃতার মা কাঁদতে কাঁদতে বলেন, এদিন সকালে মেয়ে অফিস যাওয়ার জন্য বাস ধরতে বেরিয়েছিল। তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল। অকালেই ঝরে গেল মেয়ের প্রাণ।

19th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ