বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মিউচুয়াল ফান্ডে ঝুকছেন
খুচরো বিনিয়োগকারীরা
লাফিয়ে বাড়ছে লগ্নি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শেয়ার বাজার যথেষ্ট চাঙ্গা। ক্রমশ ঊর্ধ্বমুখী সূচক। পাশাপাশি সাধারণ মানুষের ঝোঁক বাড়ছে মিউচুয়াল ফান্ডের উপর। আর তার জেরেই দেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অঙ্ক লাফিয়ে বাড়ছে। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার দেওয়া তথ্য বলছে, গত মাস, অর্থাৎ সেপ্টেম্বর শেষে দেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নিট অঙ্ক ছিল ৩৬ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ বিনিয়োগ, দাবি করেছে ওই সংগঠন। তাদের দাবি, এর অর্ধেকটাই রিটেল, অর্থাৎ খুচরো লগ্নিকারীরদের বিনিয়োগ। তার অঙ্ক ১৭.৭২ লক্ষ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে দেশে মিউচুয়াল ফান্ডে লগ্নিপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ১১.১৭ কোটি। এর মধ্যে চলতি আর্থিক বছরের প্রথম ছ’মাসে নতুন করে ৮৯.১৫ লক্ষ লগ্নিপত্র যোগ হয়েছে। গত ২০২০-২১ সালে নতুন লগ্নিপত্রের সংখ্যা ছিল ৭৪ লক্ষ। অর্থাৎ ১২ মাসের হিসেব টপকে গিয়েছে শেষ পাঁচমাসের হিসেব।
খুচরো লগ্নিকারীদের একটি বড় অংশ ঝুঁকছেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (সিপ)। মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা বিভিন্ন ফান্ডে রেখে তুলনামূলক কম ঝুঁকির লগ্নিকেই পাখির চোখ করছেন দেশের সাধারণ মানুষ। এমনটাই উঠে আসছে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার দেওয়া তথ্যে। তাদের দাবি, দেশে যে অঙ্কের খুচরো বিনিয়োগ হচ্ছে, তার এক তৃতীয়াংশ দখল করে রেখেছে সিপ। সেপ্টেম্বর পর্যন্ত সিপে লগ্নির পরিমাণ ৫.৪৫ লক্ষ কোটি টাকা। শুধুমাত্র সেপ্টেম্বরেই দেশে প্রায় ২৬ লক্ষ ৮০ হাজার লগ্নিকারী সিপে টাকা ঢেলেছেন। মাসিক হিসেবে এটাই সর্বোচ্চ সংখ্যক লগ্নি, এমনটাই জানা গিয়েছে। বর্তমানে দেশে মোট সিপ অ্যাকাউন্টের সংখ্যা ৪.৪৯ কোটি। শুধু সেপ্টেম্বরে দেশে সিপে মোট ১০ হাজার ৩৫১ কোটি টাকার লগ্নি হয়। তার একমাস আগে, অর্থাৎ আগস্টে সেই অঙ্ক ছিল ৯ হাজার ৯২৩ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এর থেকে সহজেই অনুমান করা যায়, সাধারণ মানুষ এখন কতটা লগ্নিসচেতন। 

19th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ