বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ড্রোন হামলা ঠেকাতে জম্মু, শ্রীনগর
বিমানঘাঁটিতে মোতায়েন এনএসজি

সন্দীপ স্বর্ণকার • নয়াদিল্লি: গত এক সপ্তাহে হঠাৎই উপত্যকায় সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। ৯ জওয়ানের পাশাপাশি ১১ জন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে সন্ত্রাসবাদী হামলায়। জম্মু ও কাশ্মীরে রক্ত ঝরা বন্ধ করতে তাই তৎপর হয়ে উঠল কেন্দ্র। নেপথ্যে থাকা পাকিস্তানকে নাম না করে চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদী এবং তার মদতপুষ্টদের খুঁজে বের করে উপযুক্ত বদলা নেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রবিবার বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে শান্তি, দ্রুত উন্নয়নই আমাদের লক্ষ্য। এ ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্য পূরণে কোনও বাধা মেনে নেওয়া হবে না।’
পাশাপাশি আত্মরক্ষাও বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে সমানভাবে। সেজন্য জম্মু ও শ্রীনগরের এয়ারবেসে মোতায়েন করা হল ন্যাশনাল সিকিওরিটি গার্ড। জম্মুর বিমানবন্দরের ভিতরে অবস্থিত বায়ুসেনার এয়ারবেসে মাস চারেক আগে ড্রোন হামলা হয়েছিল। টিফিন বক্স বোমা ফেলে পালিয়ে গিয়েছিল ড্রোন দু’টি। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পাকিস্তান সীমান্ত লাগোয়া এই দুই এয়ারবেসে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র।   
জম্মু ও শ্রীনগর বিমানবন্দরের ভিতরেই রয়েছে ভারতীয় বায়ুসেনার এয়ারবেস। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুই এয়ারবেসে বিশেষ রেডার, জ্যামার, ড্রোন কিলার গান মোতায়েন করা হচ্ছে। যাতে আকাশপথে আচমকা হামলা নস্যাৎ করে দেওয়া যায়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন  স্পর্শকাতর এই দু’টি এয়ারবেস ড্রোন হামলা বা যে কোনও রকম নাশকতা ঠেকাতে সম্পূর্ণ তৈরি না হচ্ছে, ততদিন এনএসজির ব্ল্যাক ক্যাট থাকবে সেখানে। নজরদারি চালাবে এই দুই এয়ারবেসে।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পরও কাশ্মীর স্বাভাবিক, এই বার্তা তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশমতো গত কয়েক সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় মন্ত্রীদের ঘনঘন আনাগোনা চলছে। এই অবস্থায় পরিস্থিতির যাতে আচমকা কোনও অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর কেন্দ্র। নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে, যাতে যে কোনও মূল্যে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানো যায়। কারণ, কাশ্মীরের একাংশে ইতিমধ্যেই বরফ পড়তে শুরু করেছে। অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি ৯ সহকর্মীর খুনের বদলা নিতেও ফুঁসছে বাহিনী। পুঞ্চ ও রাজৌরি সেক্টরের সুরানকোট, নরখাস, মেন্ধর, থানামাণ্ডিতে রবিবারও সন্দেহভাজনদের খোঁজে টানা তল্লাশি চালান সেনার প্যারাকমান্ডোরা। কারণ, সুরানকোটের জঙ্গলে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন দুই জওয়ান। সেই তল্লাশি অভিযান চলাকালীন বুট্টা দুরিয়ানের জঙ্গল থেকে মধ্যবয়সি এক মহিলা এবং তার ছেলে সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা সন্ত্রাসবাদীদের মদত দেয় বলেই সন্দেহ বাহিনীর। লেফটেন্যান্ট গভর্নরের হুঁশিয়ারি, ‘সন্ত্রাসবাদী এবং তাদের প্রতি নরম মনোভাবাপন্নদের খুঁজে বের করে বদলা নেবই। সন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে যেসব জওয়ান প্রাণ হারিয়েছেন, দীপাবলীতে তাঁদের বিশেষভাবে স্মরণ করব।’ 

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ