বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উত্তরপ্রদেশে সোনিয়া কন্যাকে
সামনে রেখেই প্রচারে নামছে কংগ্রেস

নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচারের মুখ করেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ঝাঁপাচ্ছে কংগ্রেস। যদিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরা হচ্ছে না। শুক্রবার দলীয় নেতা পি এল পুনিয়ার নেতৃত্বে ২০ জনের প্রচার কমিটিকে অনুমোদন দেন সোনিয়া গান্ধী। তাঁরাই আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্য ভূমিকা নেবেন। সেই টিমেরই প্রধান, পুনিয়া এদিন বলেন, প্রিয়াঙ্কা গান্ধীই তাদের দলের তারকা প্রচারক। তাঁর মতে, প্রিয়াঙ্কাই এই মুহূর্তে উত্তরপ্রদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। বিভিন্ন ইস্যুতে প্রিয়াঙ্কার লাগাতার আন্দোলন তাঁকে এই জায়গায় এনেছে বলে মনে করছে প্রদেশ কংগ্রেস। পুনিয়ার কথায়, এবার উত্তরপ্রদেশে লড়াই সরাসরি কংগ্রেসের সঙ্গে বিজেপির। সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টি দৌড় থেকে অনেক পিছিয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। লখিমপুর খেরি, উন্নাও থেকে হাতরাস—প্রতিটি ক্ষেত্রেই সামনের সারি থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়েছে প্রিয়াঙ্কা। পুনিয়া উল্লেখ করেন, যোগী সরকারের শত বাধা সত্ত্বেও লখিমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে যান প্রিয়াঙ্কা। সীতাপুরে তাঁকে আটকে রাখে যোগীর পুলিস। তবু প্রিয়াঙ্কাকে থামানো যায়নি। তাঁর এই লড়াই সাধারণ মানুষের মনে প্রভাব ফেলেছে বলে দাবি করেন পুনিয়া। এমনকী সেই কারণে অন্য রাজ্য থেকেও প্রচারের জন্য ডাকা হচ্ছে প্রিয়াঙ্কাকে। পুনিয়ার কথায়, ‘প্রিয়াঙ্কাজি আমাদের এক মাত্র মুখ। যাঁকে কেন্দ্র করে নির্বাচনে প্রচার প্রক্রিয়া চলবে।’
এরপরেই লখিমপুর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের কড়া সমালোচনা করেন তিনি। অভিযুক্তদের তাঁরা আড়াল করছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধি সহ একাধিক সমস্যাকে আড়াল করতে সাম্প্রদায়িক বিভাজনের পথে হাঁটছে বিজেপি।

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ