বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নেহরুর জন্মদিন থেকেই মোদি
বিরোধী আন্দোলনে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৪ নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনের দিন থেকেই দেশ জুড়ে মোদি সরকার বিরোধী প্রচার অভিযানে ঝাঁপাচ্ছে কংগ্রেস। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সুযোগ পেলেই  বিজেপি বলে, নেহরু যা পারেননি, তা করে দেখাচ্ছেন মোদি। তার জবাব দিতেই দেশজুড়ে মোদি সরকার বিরোধী কর্মসূচির ক্ষেত্রে নেহরুর জন্মদিনটিকে কংগ্রেস বেছে নিয়েছে বলেই রাজনৈতিক মহলের মত। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের রকেট মূল্যবৃদ্ধি। ডাল, তেল, সব্জির আগুন দাম। কোভিড পরিস্থিতিতেও ট্রেনের নাম বদলে রেলের ভাড়া বাড়ার মতো আম আদমির ইস্যুকে সামনে রেখেই রাস্তায় নামছে সোনিয়া গান্ধীর দল। যার নাম দেওয়া হয়েছে ‘জন জাগরণ অভিযান।’ ব্লক, জেলা, রাজ্য এবং কেন্দ্রীয়স্তরে এই মোদি সরকার বিরোধী অভিযান চালিয়ে মানুষকে বিজেপি বিরোধী করে তোলার টার্গেট নিচ্ছে কংগ্রেস। বিজেপি বিরোধী দলগুলিকেও আহ্বান জানানো হবে। একইসঙ্গে কংগ্রেসকে চাঙ্গা করতে শুরু হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানও। আগামী ১ নভেম্বর থেকে এই অভিযান আরম্ভ হবে। চলবে ২০২২ সালের মার্চ পর্যন্ত। মাত্র ৫ টাকা দিলেই হওয়া যাবে কংগ্রেসের সদস্য। অন্যদিকে, চুপ করে বসে নেই নরেন্দ্র মোদিও। কংগ্রেস সহ বিরোধীদের নেতিবাচক প্রচারের পাল্টা স্ট্র্যাটেজি তৈরিতে তিনিও তাঁর মন্ত্রিসভার সদস্যদের মাঠে নামাবেন বলেই জানা গিয়েছে। গত সাত বছরে সরকারের যে কাজ মানুষের জীবন বদলে দিয়েছে বলে মনে করেন মোদি, তা তুলে ধরা হবে বলেই ঠিক হয়েছে। বিরোধীরা যত কেন্দ্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচার বাড়াবে, সরকারি ব্যবস্থা কাজে লাগিয়ে তার চেয়ে কয়েকগুণ বেশি ইতিবাচক প্রচার চালাবে মোদি সরকার। তারই স্ট্র্যাটেজি তৈরির পাশাপাশি মন্ত্রী পরিষদের সদস্যদের প্রচারের পাঠ দিতে মঙ্গলবার বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনের প্রেক্ষাগৃহে ওই বৈঠক হবে।

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ