বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

স্কুল ফি দিতে না পেরে আত্মহত্যার
চেষ্টা, মাধ্যমিকে প্রথম সেই গ্রিশমা

বেঙ্গালুরু: স্কুলের ফি দেওয়ার সামর্থ্য ছিল না। অভিযোগ, স্কুলের তরফে পরীক্ষায় বসার অনুমতি মেলেনি। মানসিক অবসাদে তাই আত্মহত্যার চেষ্টা করেছিল ১৬ বছরের কিশোরীটি। যদিও প্রাণে বেঁচে যায় গ্রিশমা নায়েক। পরে সরকারি হস্তক্ষেপে বোর্ডের দশম শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ মেলে। ফল বেরনোর পর তো সকলের অবাক হওয়ার পালা। শীর্ষস্থান দখল করেছে কর্ণাটকের টুমাকুরু জেলার কোরাটেগেরে শহরের মেয়েটি। এখন তাঁর ইচ্ছা ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও বায়োলজি নিয়ে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া। 
জানা গিয়েছে, গ্রিসমার বাবা নরসিমামূর্তি পেশায় চাষি। নবম শ্রেণি পর্যন্ত সে পড়েছে দক্ষিণ কর্ণাটকের অ্যালভাজ ইংলিশ মিডিয়াম হাইস্কুলে। কিন্তু, এরপর স্কুলের ফি দিতে না পারায় দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তার নাম তোলা হয়নি। পরিবারের অভিযোগ, ফি (নবম ও দশম শ্রেণির একসঙ্গে) জমা দেওয়ার জন্য বাড়তি সময় চাইলেও, তা মঞ্জুর হয়নি। যদিও নবম শ্রেণিতে সে ৯৬ শতাংশ নম্বর পেয়েছিল। এরপর নিরুপায় হয়েই তারা ডিডিপিআই (ডেপুটি ডিরেক্টর ফর পাবলিক ইনস্ট্রাকশন)-এর কাছে আবেদন করে। ফলে, বিষয়টি গড়ায় প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমারের কাছে। এরপর সরকারের তরফে ঘোষণা করা হয়, ফি দিতে না পারলেও সবাইকেই পরীক্ষায় বসতে দেওয়া হবে। শুধু তাই নয়, গ্রিশমার বাড়িতে গিয়ে মন্ত্রী আশ্বাস দেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসলেও গ্রিশমাকে রেগুলার ক্যান্ডিডেট হিসেবেই গণ্য করা হবে। বাকিটাতো এখন ইতিহাস। ৫৩ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে গ্রিশমা ৫৯৯ (৯৫.৮৪ শতাংশ) পেয়ে শীর্ষস্থান দখল করেছে। গ্রিশমা অবশ্য জানিয়েছে, ‘আমার লক্ষ্য ছিল ৬১৫-র বেশি (৬২৫-এর মধ্যে) নম্বর পাওয়া।’ স্কুলের হেডমিস্ট্রেস বিজয়া টি মূর্তির অভিযোগ, দশম শ্রেণির ক্লাস শুরু হওয়ার পর গ্রিশমার পরিবারের তরফে স্কুলের সঙ্গে যোগাযোগই করা হয়নি। তাহলে হয়তো এই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যেতো। যাই হোক, সব ভালোয় ভালোয় মিটে যাওয়ায় খুশি সকলেই।

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ