বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

১৩০ কোটি নাগরিকের জন্য  ডিজিটাল হেলথ কার্ডের সূচনায় মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হেলথ কার্ডে থাকবে ব্যক্তিগত স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য। সেই তথ্যাবলী একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা হবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের নির্দিষ্ট ওয়েব পোর্টালের সঙ্গে। এভাবে প্রত্যেক নাগরিকের জন্য তৈরি হবে একটি করে আইডি নম্বর। সেই আইডির ভিত্তিতে পাওয়া যাবে ডিজিটাল হেলথ কার্ড। দেশের ১৩০ কোটি মানুষের স্বাস্থ্য এবং তাদের চিকিৎসা ইতিহাসের প্রাথমিক তথ্য যাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্যের কাছে থাকে, সেটি সুনিশ্চিত করতেই এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ্মান ভারত ন্যাশনাল ডিজিটাল মিশনের ঘোষণা আগেই হয়েছে। সম্প্রতি ১৫ আগস্ট প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, শীঘ্রই এই প্রকল্পের সূত্রপাত হবে। 
সোমবার সেই প্রকল্পের সূচনা হল। প্রাথমিকভাবে ইতিমধ্যেই ১ লক্ষ হেলথ কার্ড এবং আইডি চালু হয়েছে। এই ব্যবস্থায় ১৪ ডিজিটের ইউনিক আইডি নম্বরের মাধ্যমে প্রত্যেক নাগরিকের জন্য তৈরি হবে একটি করে হেলথ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে সংযুক্ত হবে নাগরিকের রোগের বিবরণ, প্রতিটি রোগনির্ণয় পরীক্ষার রিপোর্ট, কেউ হাসপাতালে ভর্তি হলে সেই বিবরণও নথিভুক্ত থাকবে। 
এই হেলথ আইডি কীভাবে তৈরি করা হবে? নাগরিকদের আধার নম্বর, মোবাইল নম্বরের মাধ্য঩মেই তা তৈরি হবে। তবে এখনও পর্যন্ত এই হেলথ আইডি সংক্রান্ত তথ্য স্বেচ্ছায় যদি কেউ তৈরি করতে চায়, তাহলেই প্রদান করা হবে। অর্থাৎ সরকারিভাবে বাধ্য করা হবে না। ডিজিটাল হেলথ মিশন চালু হওয়ার আগেই প্রশ্ন উঠেছিল যে, নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ম঩ধ্যে গোপনীয়তা রক্ষার বিষয়টি কীভাবে রক্ষিত হবে? সরকার জানিয়েছে গোটা ব্যবস্থাটি নিরাপদ এবং সরকারি পরিচালনায় থাকবে। 

28th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ