বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সীমান্তের ওপার থেকে গুলি
গাইডেড মিসাইলে প্রত্যাঘাত
 ভারতের, ধ্বংস পাক জঙ্গি ঘাঁটি

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: পাকিস্তানের মাটিতে জঙ্গিদের লালনপালন নিয়ে শনিবারই রাষ্ট্রসঙ্ঘে সরব হয়েছিল ভারত। তার ২৪ ঘণ্টার মধ্যেই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। উদ্দেশ্য অবশ্যই, জঙ্গি অনুপ্রবেশে মদত দেওয়া। তবে সেই প্রচেষ্টা বানচাল করে দিয়েছে ভারত। সীমান্ত না পেরিয়ে গাইডেড মিসাইল দিয়ে প্রত্যাঘাত করে নীলম উপত্যকার তিন জায়গায় জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এই ‘অপারেশন’ মনে করিয়ে দিয়েছে, উরিতে পাক জঙ্গি হামলার পর সার্জিকাল স্ট্রাইকের স্মৃতি। যদিও ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তানের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অপারেশন নিয়ে মুখে কুলুপ এঁটেছে ভারতও। 

সেনা সূত্রে জানা গিয়েছে, বাহিনীর কড়া নজর থাকায় মাঝে বেশ কয়েকমাস ট্যাঁফো করতে পারেনি পাক সেনা। ফেব্রুয়ারি মাসের পর তারা আর ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেনি। কিন্তু রবিবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ কুপওয়ারা জেলার তিতওয়াল তহশিলে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা। ব্যবহার করা হয় রকেট প্রপেলড গ্রেনেড, ৬০এমএম মর্টার শেল, পিকা মেশিন গান ও হেভি মেশিন গান। কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় থাকা জঙ্গিদের ‘সেফ প্যাসেজ’ করে দিতেই পাক সেনার এই আচরণ। পাল্টা জবাব দেয় ভারতও। দশ মিনিটের মধ্যে গুলি চালানো, মর্টার ছোড়া বন্ধ করে দেয় পাকিস্তান। ফলে ভারতের তরফে কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু অনুপ্রবেশ ঠেকাতে সবক শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গাইডেড মিসাইল দিয়ে টার্গেট করা হয় জঙ্গি লঞ্চপ্যাডগুলিকে। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় জুরা, বারিয়ান, মিরপুরায় গজিয়ে ওঠা একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা গিয়েছে এই অপারেশনে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হতেই অক্সিজেন পেয়েছে জঙ্গি সংগঠনগুলি। তাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তানের সাহায্যে ভারতে নাশকতা ছড়ানো। কাশ্মীরকে অশান্ত করে তোলা। সেই জন্য সীমান্ত লাগোয়া পাক অধিকৃত কাশ্মীরে প্রচুর জঙ্গিকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের সেই চেষ্টা ভেস্তে গেল।

27th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ