বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘কাকা অভি জিন্দা হ্যায়’
ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বদলের
জল্পনাকে কটাক্ষ বাঘেলের

রায়পুর: ‘কাকা আভি জিন্দা হ্যায়…।’ ‘কাকা’ নামেই ছত্তিশগড়ে খ্যাত ভূপেশ বাঘেল। মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতাকে এই নামেই ডাকতে অভ্যস্ত দলের কর্মী-সমর্থকরা। ভূপেশ বিভিন্ন সভা-সমিতিতে ‘কাকা’ বলে জাহির করে নিজের ‘রসবোধ’-এর পরিচয় দেন। তাতে বেশ উৎসাহিত হন উপস্থিত সকলেই। শনিবার বিশ্ব ফার্মসিস্টস দিবসে রায়পুরে এক সভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে অত্যুৎসাহী কিছু যুবক স্লোগান দিতে থাকেন—‘ভূপেশ কাকা জিন্দাবাদ…।’ ভূপেশও হাসতে হাসতে বলেই ফেললেন, ‘কাকা আভি জিন্দা হ্যায়…।’ আপাতদৃষ্টিতে মুখ্যমন্ত্রীর এটা রসিক-রিপ্লাই। কিন্তু তাৎপর্য অনেক গভীর বলেই মনে করছে রাজনৈতিক মহল। 
পাঞ্জাবে মুখ্যমন্ত্রী বদলের ছায়া ক্রমেই গ্রাস করছে ছত্তিশগড়কে। ভূপেশের গদি খোয়ানো নিয়ে জল্পনার বুঁদবুঁদও উঠতে শুরু করেছে। তাঁর বিকল্প হিসেবে উঠে আসছে স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংদেও’র নামও। তাৎপর্যপূর্ণভাবে এদিনের ওই সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনিও ছিলেন একই মঞ্চে। ‘কাকা জিন্দা হ্যায়’ বলে সিংদেওকে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কুর্সি আগলে রাখার বার্তা দিলেন কি না, সেই চর্চাতেও ইন্ধন জুগিয়ে দিলেন ভূপেশ। 
ছত্তিশগড়ে সিংদেও’র সঙ্গে মুখ্যমন্ত্রীর আড়াআড়ি সম্পর্কের কথা সর্বজনবিদিত। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী বদলের পর একটা প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে—এবার কি তবে ছত্তিশগড়? কংগ্রেস হাইকমান্ড কি তলে তলে ভূপেশকে সরাতে ঘুঁটি সাজাতে শুরু করেছে? ঠিক যেভাবে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সরে যেতে হয়েছে। ভূপেশও যে বিষয়টি নিয়ে বেশ শঙ্কিত, তা মানছে রাজনীতির কারবারিদের একটা বড় অংশ। সেক্ষেত্রে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সিংদেও’র নাম কৌশলে ভাসিয়ে দিচ্ছে দলের একাংশ। যারা মূলত স্বাস্থ্যমন্ত্রীর অনুগামী বলে রাজনৈতিক শিবিরের ধারণা। এদিন অবশ্য সিংদেও ওই সভায় দলের ভিতরকার ফাটলের কোনও ইঙ্গিত দেননি। উল্টে ‘কাকা জিন্দা হ্যায়’ শুনে মুচকি হেসেছেন। প্রশাসনিক কাজকর্মে ভূয়সী প্রশংসা করেছেন ভূপেশের। 

27th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ