বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিকৃত ছবি নিয়ে চাপেই
আত্মহত্যা নরেন্দ্র গিরির
বলছে সুইসাইড নোট

লখনউ: প্রয়াগরাজে নিজের আশ্রমে আত্মঘাতী ধর্মগুরু নরেন্দ্র গিরির উপর মানসিক চাপ দেওয়া হচ্ছিল। প্রযুক্তির কারিকুরি করে এক মহিলার সঙ্গে ওই ধর্মগুরুর বিকৃত ছবি তৈরি করে এই চাপ দেওয়া হচ্ছিল। নরেন্দ্রর দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে এমনটাই জানা গিয়েছে বলে দাবি করেছে পুলিস। ওই নোটে নাম থাকা শিষ্য আনন্দ গিরি, পুরোহিত আদ্যা তিওয়ারি ও সন্দীপ তিওয়ারিকে গত মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার আদালত তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। উদ্ধার হওয়া সুইসাইড নোটে অখিল ভারতীয় আখড়া পরিষদের প্রধান নরেন্দ্র সরাসরি এই তিনজনের নামেই অভিযোগ করেছেন। নোটে লেখা হয়েছে, ওই তিনজন ক্রমাগত চাপ প্রয়োগ করত। অন্তত দু’টি জায়গায় আনন্দর নাম করে নরেন্দ্র লিখেছেন, ‘এক মহিলার সঙ্গে আমার ছবিকে বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ও। এতে আমার সম্মান ধুলোয় মিশে যেত। এর থেকে মরে যাওয়া আমার কাছে শ্রেয়।’ 

23rd     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ