বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শিশুকন্যাকে ধর্ষণ করে খুন: ‘মানবতার লজ্জা’ আখ্যা দিয়ে যুবককে মৃত্যুদণ্ড আদালতের

রাজনন্দগাঁও (ছত্তিশগড়): ‘সমাজে এমন অপরাধী মানবতার লজ্জা। তার সংশোধন কিংবা পুনর্বাসনের কোনও সম্ভাবনাই নেই। কোনওভাবেই ক্ষমার যোগ্য নয়।’—সাড়ে তিন বছরের এক নাবালিকাকে খুন ও নৃশংসভাবে হত্যায় দোষীসাব্যস্ত এক যুবককে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিতে গিয়ে এই মন্তব্য করেন বিচারক শৈলেশ শর্মা। তিনি ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলা পকসো আদালতের অতিরিক্ত দায়রা বিচারক। মামলা হওয়ার মাত্র তেরো মাসের মধ্যেই অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিলেন তিনি। গত বছর ২২ আগস্টের ঘটনা। বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলো করছিল ওই নাবালিকা। শেখর কোরাম নামে ২৮ বছরের এক পড়শি যুবক তাকে অপহরণ করে বাড়িতে নিয়ে আসে। সেখান ধর্ষণ করার পর মুখে বালিশ চাপা দিয়ে খুন করে শেখর। দেহটি একটি কোটের মধ্যে মুড়ে ঘরের মধ্যে রেখে দেয় সে। প্রতিবেশীরা নাবালিকার খোঁজাখুঁজি শুরু করলে শেখরও সেই দলে যোগ দেয়। পরে তারই ঘর থেকে দেহ উদ্ধার হতেই উত্তেজনা ছড়ায়। পুলিস এসে গ্রেপ্তার করে শেখরকে। এদিন বিচারক এই ঘটনাকে ‘হাড়হিম’, ‘মানবতার লজ্জা’ বলে অ্যাখ্যা দেন। তিনি বলেন, ‘অভিযুক্ত যে অপরাধ করেছে তা জঘন্য প্রকৃতির। আসামি শুধু মেয়েটিকে ধর্ষণ করে খুন করেনি, তার আত্মাকেও মেরে ফেলেছে। এমন অপরাধের ক্ষমা হয় না।’ এর পরেই তাঁর সংযোজন—‘এই ধরণের ঘটনায় অভিযুক্ত পার পেয়ে গেলে সমাজে উদ্বেগ বাড়বে। শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেবে। অভিযুক্তের মৃত্যুদণ্ডই উপযুক্ত।’

15th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ