বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এএমইউর অধিকার খর্ব করতেই কি
মহেন্দ্র প্রতাপের নামে বিশ্ববিদ্যালয়
উত্তরপ্রদেশে নির্বাচনের আগে জোর জল্পনা

আলিগড়: ২০১৪ সালে নরেন্দ্র মোদি দিল্লির কুর্সিতে বসার পরেই স্থানীয় বিজেপি নেতারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) নাম বদলের দাবি তুলেছিলেন। তাঁদের যুক্তি ছিল, বিশ্ববিদ্যালয়টি যেহেতু প্রয়াত রাজা মহেন্দ্রপ্রতাপ সিংয়ের দান করা জমিতে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানটির নামকরণ সংশ্লিষ্ট জাঠ নেতার নামে করা হোক। নির্দল প্রার্থী হিসেবে এই মহেন্দ্রপ্রতাপই একসময় অটলবিহারী বাজপেয়িকে হারিয়ে সংসদে যান। নামবদলের দাবি-পাল্টা দাবির সেই আবহে মঙ্গলবার আলিগড়ে রাজা মহেন্দ্র প্রতাপ সিং রাজ্য বিশ্ববিদ্যালয়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জল্পনা শুরু হয়েছে, তবে কি ঘুরপথে এএমইউর অধিকার খর্ব করতেই আগামী বছরের বিধানসভা ভোটের প্রাক্কালে যোগী সরকারের এই পদক্ষেপ? কেননা একই জায়গায় নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে বর্তমানটির উপর তার প্রভাব পড়তে বাধ্য। যেমনটা পড়েছে আগ্রায় অবস্থিত বেসরকারি ডঃ ভীমরাঁও আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের উপর। চার জেলার ৩৯৫টি কলেজ নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। 
এএমইউর অধীনস্থ সিটি স্কুল। প্রয়াত রাজার পরিবার লিজে সিটি স্কুলকে ১.২ হেক্টর জমি দিয়েছিল। ২০১৪ সালে সেই লিজের মেয়াদ শেষ হতেই বেঁকে বসেন রাজার পরিবারের বর্তমান বংশধরেরা। সেখান থেকেই ওঠে নাম বদলের দাবি। সেই বিতর্কে ইতি টানতে এএমইউ কর্তৃপক্ষ রাজার পরিবারকে একটি প্রস্তাব দেয়। সেখানে বলা হয়, সিটি স্কুলের নাম জমিদাতা রাজা মহেন্দ্র প্রতাপের নামে রাখা হোক। তাতেও সুরাহা হয়নি। কেননা নাম বদল করতে গেলে বেশকিছু জটিল বিষয়ের সমাধান করতে হবে। সেই আবহেই এদিন আলিগড়ে স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হয়।

15th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ