বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ষাঁড়, মোষ এবং মহিলা, সকলেই সুরক্ষিত
যোগীর মন্তব্যে বিতর্ক

লখনউ: তাঁর ‘আব্বাজান’ মন্তব্য নিয়ে বিতর্ক চলছেই। এরই মধ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সুশাসনের ঢালাও প্রচার করতে গিয়ে মহিষ ও ষাঁড়ের সঙ্গে একযোগে রাজ্যের মেয়ে-বোনেদের কথাও উল্লেখ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানান, আগে ষাঁড়, মোষ বা মহিলা —কেউই নিজেকে সুরক্ষিত মনে করত না। এখন পরিস্থিতি বদলেছে। সকলেই নিজেকে অনেকে বেশি সুরক্ষিত মনে করছে।  কিন্তু, রাজ্যের নিরাপত্তার কথা বলতে গিয়ে ষাড়, মোষের সঙ্গে মহিলাদের কথা উল্লেখ করার নতুন বিতর্ক মাথা চাড়া দিয়েছে। 
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু, ইতিমধ্যেই যোগীরাজ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। লখনউতে দলের সদর দপ্তরে কর্মীদের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, ‘এর আগে আমাদের মেয়ে-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনকী, উত্তরপ্রদেশের পশ্চিমভাগের রাস্তা দিয়ে যাওয়ার সময় ষাঁড় এবং মোষও সুরক্ষার অভাব অনুভব করত। পরিস্থিতি এখন অনেক বদলে গিয়েছে।’ এরপরই উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘আপনারাই বলুন। এখন কি কোনও পরিবর্তন চোখে পড়ে? ষাঁড়, মোষ বা মহিলা- কাউকেই জোড় করে তুলে নিয়ে যাওয়া হয় কি?’ এখানেই থামেননি আদিত্যনাথ। একই সঙ্গে পূর্বতন সরকারকেও বিঁধেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে উত্তরপ্রদেশকে লোকে চিনত রাস্তার গর্ত দিয়ে। যেখানে অন্ধকার-অপশাসন সেটাই উত্তরপ্রদেশ। রাতে যে কেউ রাস্তায় বেরতে ভয় পেত। এখন সবটাই বদলে গেছে।’ 
 এই বিতর্কে মধ্যে এদিন ফের ট্যুইটারে যোগী সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘যিনি ঘৃণা ছাড়ান, তিনি কীভাবে যোগী হতে পারেন।’ ট্যুইটে আদিত্যনাথের নাম নেননি রাহুল। কিন্তু, তিনি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই নিশানা করছেন তা বুঝতে কারও সময় লাগেনি। তাই পাল্টা ট্যুইট করা হয়েছে যোগীর অফিসের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে। সেখানে রামচরিত মানসের একটি অংশ উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে যোগীর অফিস লিখেছে, ‘শ্রীমান রাহুলজি, অপরাধীদের সাম্রাজ্যের উপর বুলডোজার চালানো যদি ‘ঘৃণা’ হয়, তাহলে এই ঘৃণা জারি থাকবে।’ 

15th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ