বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ককটেল ভ্যাকসিনের সুপারিশ
করা হয়নি, সাফ জানাল কেন্দ্র

নয়াদিল্লি (পিটিআই): ককটেল ভ্যাকসিন অর্থাৎ করোনা প্রতিষেধকের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ ডোজ নিয়ে জোর চর্চা চলছে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে দু’টি ভিন্ন ভ্যাকসিনের ডোজ নিলে তা অনেক বেশি কার্যকরী বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে। কিন্তু, ভারতে এই ধরনের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ ডোজ নেওয়ার জন্য কোনও সুপারিশ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক লিখিত বিবৃতি এই তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী প্রবীন পাওয়ার। তিনি জানিয়েছেন, করোনার টিকা সংক্রান্ত ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ বা ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের (প্রশাসনিক) তরফে এই ধরনের কোনও সুপারিশ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও এই ধরনের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ ভ্যাকসিন দেওয়ার জন্য কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। 

4th     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ