বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জিএসটি বাবদ ক্ষতিপূরণ কেন্দ্রকে
কম দিতে হতে পারে রাজ্যগুলিকে
মূল্যায়ন স্টেট ব্যাঙ্কের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি আর্থিক বছরে দেশের রাজস্ব আদায় ভালো হয়েছে। প্রথম তিনমাসে, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত যে অঙ্কের রাজস্ব আদায় হয়েছে, তা সারা বছরের লক্ষ্যমাত্রার ৩৬ শতাংশ। গতবছর করোনা সংক্রমণ শুরু হয়। তারও আগে যখন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল, তখন যে পরিমাণ রাজস্ব আদায় হতো, তার হার চলতি বছরের চেয়ে কম ছিল। এই আর্থিক ফলাফলে দেশের অর্থনীতিতে আশার আলো দেখছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের মূল্যায়ন, এর ফলে রাজ্যগুলিতেও জিএসটি বাবদ বেশি টাকা দেবে কেন্দ্র। জুন পর্যন্ত ইতিমধ্যেই ১.১৭ লক্ষ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে। এমনকী রাজ্যগুলিও সারাবছরের জিএসটি আদায়ের লক্ষ্যমাত্রার ২৮ শতাংশে পৌঁছে গিয়েছে। এদিকে ৪৩তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছিল, রাজ্যগুলিকে ১.৫৬ লক্ষ কোটি টাকার জিএসটি ক্ষতিপূরণ মেটাতে ধার নেওয়া হবে। এসবিআইয়ের আশা, রাজস্ব আদায় বেড়ে যাওয়ায় অত টাকা ধার নেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ রাজ্যগুলিকে জিএসটি বাবদ তুলনামূলক কম ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে।
রাজ্যগু঩লি বাজার থেকে কত টাকা ধার নেবে, তার হিসেব কষা হয় রাজ্যগুলির নিজস্ব জিডিপির (রাজ্যের মোট উৎপাদন) লক্ষ্যমাত্রার উপর। রাজ্যগুলি প্রতিবছর যে অঙ্কের জিডিপির আশা করে এবং তা রাজ্য বাজেটে তুলে ধরে, তার উপর নির্ধারিত হয় তাদের ধার নেওয়ার অঙ্ক। কিন্তু আদৌ এই পদ্ধতি বাস্তবসম্মত কি না, এবার সেই প্রশ্ন তুলল স্টেট ব্যাঙ্ক। এখানকার গ্রুপ চিফ ‌ইকনমিক অ্যাডভাইজার সৌম্যকান্তি ঘোষের কথায়, দেখা গিয়েছে একাধিক রাজ্য যে অঙ্কের টাকা ধার নিয়েছে, তা তাদের জিএসডিপির থেকে ৩ শতাংশ বেশি। অর্থাৎ তারা বেশি টাকা ধার নিয়েছে। ঋণ নেওয়ার এই পদ্ধতির বদল হওয়া দরকার বলেই মনে করছেন সৌম্যকান্তিবাবু। তাঁর মতামত, জিএসডিপি নয়, রাজ্যগুলি ধার নিক তাদের রাজস্ব আদায়ের উপর ভিত্তি করে। কোনও রাজ্য যদি কোনও একটি অর্থবর্ষে আর্থিকভাবে ভালো ফলাফল করে, তাহলে তার ঋণ নেওয়ার যে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে, পরের আর্থবর্ষে তার বহর বাড়ানোর সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ঋণের উপর সুদের হারও কমানো যেতে পারে। তা যদি করা হয়, তাহলে ঋণের অঙ্ক রাজ্যের কাছে বোঝা হয়ে চাপবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  

4th     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ