বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সংসদে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা
করতে ভয় পাচ্ছে সরকার: প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: দ্রব্যমূল্যের মত সাধারণ মানুষের দৈনন্দিন রুজিরুটির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রকে খোঁচা দিয়ে এই মন্তব্য করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ১৯ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। পেগাসাস বিতর্ক, কৃষি আইন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে বিরোধীদের প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভার স্বাভাবিক কাজকর্ম পণ্ড হয়েছে। এই অবস্থায় শুক্রবার বিরোধীদের সমালোচনা করে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, ‘মানুষের জীবনধারণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বিষয় নিয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত।’ অর্থাৎ ঘুরিয়ে সংসদের অচলাবস্থার জন্য বিরোধীদের উপর দায় চাপিয়েছিলেন প্রহ্লাদ। শনিবার প্রিয়াঙ্কার হিন্দিতে ট্যুইট, ‘আপনারা কেমন করে আম খান? ওরা যেন এ জাতীয় প্রশ্ন করত। আর এখন তাই সরকারে এসে সংসদে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছে।’ সোনিয়া কন্যা বুঝিয়েছেন, বিজেপি যখন বিরোধী আসনে ছিল, তখন এই ধরনের প্রশ্নই তারা করত। কিন্তু ইউপিএ সরকার তার উত্তর দিত। কিন্তু এখন বিরোধীরা সেই একইরকম প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছে শাসক বিজেপি।    

1st     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ