বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সুদর্শন রাঘবকে চাই,
ট্যুইটারের পোস্টে জল্পনা

নয়াদিল্লি: বেশ কয়েকটি ট্যুইট। আর তার কেন্দ্রবিন্দুতে আম আদমি পার্টি (আপ)-র সুদর্শন বিধায়ক রাঘব চাড্ডা। পাঞ্জাবে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের দাবি তুলে এক তরুণী ট্যুইট করেন। বলেন, ‘বিনামূল্যে বিদ্যুৎ পেতে হলে আপকে ভোট দিন।’ তরুণীর সেই ট্যুইটেরই পাল্টা দিয়ে আরও এক ইউজার লেখেন, ‘আসলে উনি (ওই তরুণী) বিদ্যুৎ নয়। রাঘব চাড্ডাকে চান।’ পাল্টা এই ট্যুইট ঘিরেই জল্পনার সৃষ্টি। দিল্লির বিধানসভা নির্বাচনে রাজিন্দর নগর থেকে জয় পাওয়ার পর থেকেই ৩২ বছরের রাঘবকে নিয়ে নানা মহলেই চর্চা শুরু হয়। আপ সমর্থকদের কাছে রাঘবের গ্রহণযোগ্যতাও কিছু কম নয়। কাজেই ট্যুইটারের মেসেজে রাঘবের নাম নিয়ে চর্চা যুব সম্প্রদায়ের নজর কেড়েছে। এদিকে তাঁকে নিয়ে যে ট্যুইট চালাচালি হচ্ছে, সে খবর বিধায়কের কানে যায়। তিনি ট্যুইটে ওই তরুণীকে আশ্বস্ত করেন যে, আগামী বছরে যদি পাঞ্জাবে আপ ক্ষমতায় আসে, তাহলে তিনি বিনামূল্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবেন। তবে রাঘবকে নিয়ে ওই মহিলা যে ট্যুইট করেছেন, তা ব্লক করে দেওয়া হয়েছে। রাঘবের ট্যুইটের স্ক্রিনশট তাঁর অ্যাকাউন্টে পোস্ট করা হয়। তিনি বলেন, ‘আমি নির্বাচনী ইস্তাহারে নেই। তবে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের বিষয় আছে। এটা কেজরিওয়ালের গ্যারান্টি যে, আপ ক্ষমতায় এলে মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন।’ উল্লেখ্য, আসন্ন পাঞ্জাব নির্বাচনে আপ প্রতিশ্রুতি দিয়েছে, তারা ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

1st     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ