বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

হলদিয়া বন্দরের উন্নয়নে প্রায়
৯৯৯ কোটি দিচ্ছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধুনিকীকরণ সহ আরও বেশি কার্যকর করে তুলতে হলদিয়া বন্দরকে প্রায় ৯৯৮ কোটি ৮৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পথ হিসেবে পশ্চিমবঙ্গের এই বন্দরকে আরও বেশি করে কাজে লাগানো হবে ব঩লেই জানিয়েছেন বন্দর ও জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ যশ নায়েক। বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে তিনি লোকসভায় জানিয়েছেন, হলদিয়া বন্দরের আধুনিকীকরণের জন্য ইতিমধ্যেই ৬৫৮ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ করা হয়েছে। রানিচকে রেল ওভার ব্রিজ থেকে শুরু করে জেটি, টার্মিনাল সহ আরও প্রয়োজনীয় কাজ হয়েছে। 
এরই পাশাপাশি চেন্নাই থেকে হলদিয়া বন্দর হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, আশুগঞ্জের মতো এলাকায় ভেসেল যাতায়াতের উপর জোর দেওয়া হচ্ছে। ইন্দো-বাংলা কোস্টাল শিপিং চুক্তি অনুসারে হলদিয়া বন্দরকে আরও বেশি করে কাজে লাগানো হবে। তারই লক্ষ্যে আগামী ২০২৩-২৪ সাল পর্যন্ত মোট ৯৯৮ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। বন্দরের আধুনিকীকরণের পাশাপাশি এই টাকা ড্রেজিংয়ের কাজেও ব্যবহার করা হবে। 

23rd     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ