বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কোভিডে মৃতের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমের
রিপোর্টের সমালোচনায় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি: করোনায় মৃতের সংখ্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রক কারচুপি করেছে। আদতে যতজন করোনায় মারা গিয়েছেন, তাদের সংখ্যা কমিয়ে প্রকাশ করছে সরকার। সম্প্রতি বেশকিছু সংবাদমাধ্যমের এহেন রিপোর্টেরই কড়া বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এক বিবৃতি পেশ করে চর্চিত এই রিপোর্টকে নস্যাৎ করল স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি এই তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো বলে দাবি করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন দাবি করা হয়, করোনায় মৃত্যুর হিসেব রাখতে অত্যন্ত পোক্ত রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যবহৃত হয়। সংক্রামক ব্যধি চিহ্নিত করতে যে নিয়মনীতি রয়েছে, তার ভিত্তিতেই আক্রান্তদের চিহ্নিত করা হয়েছে। কাজেই এক্ষেত্রে কোনও গাফিলতি সম্ভব নয়। উল্টোদিকে আমেরিকা ও ইউরোপের কয়েকটি সমীক্ষার উপর ভিত্তি করেই সংবাদমাধ্যম রিপোর্ট পেশ করছে বলে স্বাস্থ্যমন্ত্রক সমালোচনা করেছে। আসলে স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে এটা স্পষ্ট, বিদেশি বিভিন্ন সমীক্ষায় ভর করে সংবাদমাধ্যম করোনা নিয়ে সরকারের সমালোচনা করছে। আদতে তেমন কিছুই ঘটেনি। গ্রহণযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই করোনায় মৃতের সংখ্যা বিচার করেছে সরকার। কাজেই সংবাদমাধ্যমের এহেন ভুয়ো রিপোর্টকে সরকার কোনওভাবেই আমল দিতে চাইছে না। 

23rd     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ