বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেন্দ্রকে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভাইরাস মোকাবিলায় ছোটরা অনেক বেশি সক্ষম। তাই এবার প্রাইমারি স্কুল খোলার পরামর্শ দিল আইসিএমআর। সাম্প্রতিক সেরো সমীক্ষার ফলাফল সামনে রেখে সংস্থার ডিজি ডাঃ বলরাম ভার্গব মঙ্গলবার বলেন, ‘ফুসফুসে ভাইরাস যেখানে গিয়ে বাসা বাঁধছে, বাচ্চাদের সেই এস (ACE) রিসেপ্টর কম রয়েছে। তাই ভাইরাস হামলা করলেও ক্ষতি করতে পারছে না। শিক্ষক, কর্মী এবং স্কুলের গাড়ি-বাসের চালকদের ভ্যাকসিন নেওয়া থাকলে প্রাইমারি বিভাগ খোলা যেতেই পারে। কোনও ঝুঁকি নেই।’ স্রেফ আইসিএমআরই নয়, কেন্দ্রের কোভিড সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির অন্যতম সদস্য, নয়াদিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়াও এদিন বলেছেন, ‘শিশুদের মধ্যে অ্যান্টিবডির পরিমাণ বেশি। তাই যেসব এলাকায় পজিটিভিটির হার ৫ শতাংশের কম, সেখানে এবার স্কুল খোলার সময় এসেছে।’ 
কোভিড পরিস্থিতিতে গত প্রায় দেড় বছর স্কুল বন্ধ। শিশুরা গৃহবন্দি। অনলা‌ইন ক্লাস হলেও তা আদতে কার্যকরী হচ্ছে না বলেই অভিভাবক এবং বিশেষজ্ঞদের একাংশের অভিমত। টানা ঘরে আটকে থেকে শিশুদের মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। তাই ডাঃ গুলেরিয়া বলেন, ‘শিশুদের স্রেফ স্বাভাবিক জীবনে ফেরাই নয়, সার্বিক উন্নয়নের জন্যই স্কুলে যাওয়াটা জরুরি। তাই মাস্ক সহ কোভিড বিধি বজায় রেখে ছোটদের জন্য স্কুল খোলা উচিত।’ প্রাইমারিতে স্কুল খুললেও কোভিডের সংক্রমণ এড়াতে ক্লাসরুমে যথার্থ হাওয়া চলাচল ব্যবস্থা রাখতে হবে বলেই সতর্ক করেছেন তিনি। 
আইসিএমআরের সেরো সমীক্ষায় ৬-৯ বছর বয়সি ৫৭.২ শতাংশ শিশুর শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান মিলেছে। একইভাবে ১০-১৭ বছর বয়সিদের মধ্যে পাওয়া গিয়েছে ৬১.৬ শতাংশ। অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ে অজান্তেই তাদের শরীরে ‘সার্স কোভ-টু’ প্রবেশ করেছে, কিন্তু ক্ষতি করতে পারেনি। আইসিএমআরের জাতীয় স্তরে সেরো সমীক্ষায়  সার্বিকভাবে দেশের ৬৭.৬ শতাংশ নাগরিকের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান মিলেছে। যদিও এখনও প্রায় ৪০ কোটি নাগরিকের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল। তাই যত দ্রুত সম্ভব প্রাপ্তবয়স্কদের টিকাকরণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। 

21st     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ