বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভোটের লক্ষ্যে ডিলিমিটেশন
প্রক্রিয়া শুরু জম্মু ও কাশ্মীরে

শ্রীনগর: বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু জম্মু ও কাশ্মীরে। সেইমতো শুরু হল ডিলিমিটেশন প্রক্রিয়া। চলতি মাসের প্রথম সপ্তাহে উপত্যকার ২০টি জেলা প্রশাসনকে ডিলিমিটেশন কমিশন এনিয়ে চিঠি পাঠায়। চিঠিতে প্রতিটি জেলা ও বিধানসভার জনঘনত্ব, আয়তন সহ অন্যান্য বিবরণের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে কয়েকটি জেলা প্রশাসন তথ্য কমিশনের কাছে জমা করেছে। আগামী বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের সব রাজনৈতিক দল নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, শনিবার উপত্যকার ১৪ জন নেতার কাছে বৈঠকের আমন্ত্রণ পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, ‘বৈঠকের আমন্ত্রণ পেয়েছি। তবে আমরা বিষয়টি বিবেচনা করছি।’ এছাড়া আরও তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লা, গুলাম নবি আজাদও বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন। 

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ