বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

লকডাউন প্রত্যাহার তেলেঙ্গানায়

হায়দরাবাদ: সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে আসতেই লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। রবিবার থেকে রাজ্যে সমস্ত কিছু আগের মতোই স্বাভাবিক নিয়মে চলবে। ১ জুলাই থেকে খুলবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানও। শনিবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি বলেন, ১ জুলাই থেকে সমস্ত স্কুল-কলেজ খুলে দিতে শিক্ষাদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন। সেই মতো প্রস্তুতি নিতে নির্দেশ জারি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তেলেঙ্গানায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নয়া আক্রান্তের সংখ্যা এবং সংক্রমণের হার অনেকটাই কমেছে। এব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হয়েছে। তার ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভা লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের নাসিক জেলাতেও লকডাউনের কড়াকড়ি শিথিল করা হয়েছে। আগামী ২১ জুন থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে শপিং মলগুলি খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ