বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের পক্ষেই সওয়াল
লোকসভার স্পিকার বিড়লার

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে টানা আক্রমণ করে চলেছে বিরোধীরা। মহামারী পরিস্থিতিতে এই প্রকল্পের পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু সেই প্রকল্পের পক্ষেই শনিবার জোরালো সওয়াল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর বক্তব্য, বর্তমান সংসদ ভবনটি ঐতিহাসিক। এখান থেকেই বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে সদনের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে আরও জায়গার প্রয়োজন হবে। কিন্তু, বর্তমান ভবনটিকে পরিসরে বৃদ্ধি করার কোনও সুযোগ নেই। তাই, নতুন একটি ভবন তৈরির প্রয়োজন ছিল। এজন্য সদনের তরফেই অনুরোধ গিয়েছিল। সরকার সেই অনুরোধ মেনে এগিয়েছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার প্রেক্ষিতেও এদিন প্রতিক্রিয়া জানিয়েছেন বিড়লা। লোকসভার স্পিকারের বক্তব্য, সমালোচনা গণতন্ত্রের অঙ্গ। সেকারণেই বলা হয়, ভারতে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ