বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দিল্লি থেকে উড়ল দেশের
প্রথম আন্তর্জাতিক বিমান

নয়াদিল্লি: গত বছর মে মাস। মহামারীর মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনের আওতায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথম বিমান ছেড়েছিল। তারপর থেকে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। করোনাকালে বন্দে ভারত মিশনে সাত হাজারের বেশি বিমান চালিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। কোভিড ও করোনা সম্পর্কীত জটিলতায় ভারতে মৃত্যু হয়েছে ১৭ জন পাইলটের। বিমানকর্মীদের সামনের সারির করোনা যোদ্ধা ঘোষণার দাবিও তুলেছে পাইলটদের সংগঠন। অনিশ্চয়তার দীর্ঘ মুহূর্তকে পিছনে ফেলে অবশেষে এল সুখবর। শুক্রবার দিল্লি থেকে দুবাইগামী বিমান নতুন নজির গড়ল। এটিই হল ভারতের প্রথম আন্তর্জাতিক উড়ান, যেখানে উপস্থিত সব বিমানকর্মীর টিকাকরণ সম্পন্ন হয়েছে। তখন সকাল ১০টা ৪০ মিনিট। দিল্লি বিমানবন্দর থেকে দুবাই পাড়ি দেয় ফ্লাইট নাইন ১৯১। পাইলট সহ এই বিমানের সব কর্মীর টিকাকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিমান সংস্থাটির তরফে জানানো হয়েছে, এই বিমানে ছিলেন ক্যাপ্টেন ডি আর গুপ্তা ও ক্যাপ্টেন অলোককুমার নায়েক। কেবিন ক্রু হিসেবে বিমানে ছিলেন বেঙ্কট কেলা, প্রবীণ চন্দ্র, প্রবীণ চৌগল ও মণীশা কাম্বলি। এই বিমানটিই দুবাই থেকে ভায়া জয়পুর দিল্লি ফিরবে ফ্লাইট নাইন ১৯৬ হিসেবে।    

19th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ