বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মেডিক্যালের চূড়ান্ত বর্ষের
পরীক্ষা পিছনোর আর্জি খারিজ

নয়াদিল্লি: স্নাতকোত্তর মেডিক্যালের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিল অথবা পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পড়ুয়া চিকিৎসকরা কোভিড পরিস্থিতি সামলাতে ব্যস্ত। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁদের কিছুটা সময় দিক ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)। মূলত এই দাবি জানিয়ে  আইনজীবী সঞ্জয় হেগডের মাধ্যমে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেন ২৫ জন চিকিৎসক। তারই শুনানিতে এদিন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এম আর শাহের অবকাশকালীন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এইরকম কোনও নির্দেশিকা আদালত জারি করতে পারবে না। বেঞ্চ জানায়, গত এপ্রিলে কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে মেডিক্যালের চূড়ান্ত বর্ষের পরীক্ষার নির্ঘণ্ট তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছিল এনএমসি। তাই এক্ষেত্রে আদালতের কিছু করণীয় নেই। বেঞ্চ বলে, ‘আমরা জানি না পরীক্ষার প্রস্তুতি নিতে পড়ুয়াদের ঠিক কতটা সময় লাগতে পারে। কী করে আদালত পর্যাপ্ত সময় নিয়ে সিদ্ধান্ত নেবে? সেটা ব্যক্তিবিশেষে আলাদা হতেই পারে। তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলির হাতেই ছেড়ে দেওয়া হোক।’ 

19th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ