বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইউএপিএ ধারা নিয়ে হাইকোর্টের ব্যাখ্যা
খতিয়ে দেখা দরকার, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ইউএপিএ ধারার ব্যাখ্যা দিয়ে দিল্লি হাইকোর্ট যেভাবে দিল্লি হিংসায় অভিযুক্ত তিন পড়ুয়াকে জামিন দিয়েছে, তা খতিয়ে দেখা দরকার। শুক্রবার এই অভিমত দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত অবশ্য হাইকোর্টের রায়ের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের অবকাশকালীন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, যেভাবে ওই আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা যথার্থভাবেই খতিয়ে দেখা দরকার। তাঁরা বলেছেন, হাইকোর্টের ওই রায়কে নজির হিসেবে তুলে ধরা যায় না। 
উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গায় উস্কানির অভিযোগে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন তিন পড়ুয়া। দিল্লি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দিল্লি পুলিস আবেদন জানায় সুপ্রিম কোর্টে। সেই মামলা শুনানির জন্য গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। সেই মামলায় এই মন্তব্য করেছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।(এদিন শুনানির সময় দিল্লি পুলিসের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চান। তিনি বলেন, ওই রায় ইউএপিএ আইন তো বটেই সর্বোপরি দেশের সংবিধানের বিরোধিতা করেছে। সাক্ষীরাই ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় গোলমালের কথা উল্লেখ করেছিলেন। অতিরিক্ত সলিসিটার জেনারেল আমন লেখি বলেন, গোলমালে ১০০-এর বেশি জখম হয়েছিলেন। কিন্তু আদালত বলছে যেহেতু হিংসা নিয়ন্ত্রণ করা হয়েছে, তাই কোনও অপরাধ সংগঠিত হয়নি। এমন হলে কেউ কোনও জায়গায় বোমা পুঁতে রাখল। কিন্তু বম্ব ডিসপোজাল স্কোয়াড তা নিষ্ক্রিয় করে ফেললে অপরাধের মাত্রা কমে যাবে। তিন পড়ুয়ার হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। তিনি বলেন, মামলাটি একান্তভাবেই জামিন কেন্দ্রিক। তিনিও বলেন, হাইকোর্টের রায়কে এখন উদাহরণ হিসেবে দেখার দরকার নেই। এদিকে দিল্লি পুলিসের আবেদন শুনানির জন্য গ্রহণ করার পর সর্বোচ্চ আদালত তিন পড়ুয়াকেও প্রতিক্রিয়া জানাতে নোটিস দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করে নাতাশারা দিল্লির হিংসায় ইন্ধন দিয়েছেন —এই অভিযোগে গত বছর মে মাসে তাঁদের গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিস। প্রায় এক বছর পর বৃহস্পতিবার তাঁরা মুক্তি পান। কিন্তু প্রশ্ন ওঠে এঁদের বিরুদ্ধে ইউএপিএ আইন প্রয়োগ কতটা যুক্তিসঙ্গত। 

19th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ