বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মুম্বইয়ের আবাসনে ভ্যাকসিন
জালিয়াতি মামলায় গ্রেপ্তার ৪

মুম্বই: ভ্যাকসিন জালিয়াতির অভিযোগ উঠল মুম্বইয়ের একটি আবাসনে। চার জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের ১৫ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মধ্যপ্রদেশ থেকে আরও এক অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। কয়েকজন ব্যক্তির উদ্যোগে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন কান্দিভালি আবাসনের বাসিন্দারা। কিন্তু দেখা যায় বিভিন্ন হাসপাতালের নামে তাঁদের ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট দেওয়া হয়। ভ্যাকসিন দেওয়ার স্থানও ভিন্ন। এর পরেই সন্দেহ হয় আবাসনের বাসিন্দাদের। জানা যায় তাঁদের ভ্যাকসিন দেওয়ার কোনও তথ্য হাসপাতালের কাছে নেই। এ বিষয়ে কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিস জানিয়েছে, অনুমোদিত সংস্থার কাছ থেকে ওই ভ্যাকসিন কেনা হয়নি। পুলিস জানার চেষ্টা করছে ভ্যাকসিনগুলি আসল, নাকি নকল। ৩০ মে ওই আবাসনের প্রায় ৩৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। আবাসিক, আবাসনের কর্মী ও নিরাপত্তারক্ষীদের টিকা দেওয়া হয়। ওই আবাসনে ৪৩৫টি ফ্ল্যাট রয়েছে। তার একাংশের বাসিন্দাকেই সেদিন ভ্যাকসিন দেওয়া হয়। অভিযোগকারী জানিয়েছেন, রাজেশ পান্ডে নামে এক জন নিজেকে কোকিলাবেন হাসপাতালের প্রতিনিধি দাবি করে ভ্যাকসিন দেওয়ার চুক্তি করে। আবাসন চত্বরে ক্যাম্প করা হয়। প্রতি ডোজ ১,২৬০ টাকা দাম ধার্য করা হয়। এই হিসেবে পাঁচ লাখ টাকা মিটিয়েও দেওয়া হয় ওই ব্যক্তিকে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে জালিয়াতি হয়েছে বলে মনে হচ্ছে। 

19th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ