বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উত্তরপ্রদেশে প্রবীণকে জোর করে বলানো হল
জয় শ্রীরাম, বেধড়ক মেরে কেটে নেওয়া হল দাড়ি

নয়াদিল্লি: মসজিদে নামাজ পরতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন এক প্রবীণ ব্যক্তি। কেটে দেওয়া হল দাড়ি। প্রহৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ। প্রথমে তাঁকে অটো থেকে নামিয়ে জঙ্গলের মধ্যে অবস্থিত একটি কুঁড়ে ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে সামাদকে জোর করে ‘জয় শ্রীরাম’, ‘বন্দে মাতরম’ বলায় ওই দুষ্কৃতীরা। চলে ঘুসি, লাঠি নিয়ে প্রহার। সামাদকে পাকিস্তানি চরও বলা হয়। এমনকী, তারা অনেক মুসলমানকে হত্যা করেছে বলেও গর্বের সঙ্গে জানাতে থাকে। গত ৫ জুন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনিতে। সেদিনের ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে দু’জন আক্রমণকারীকে দেখা যায়। একজনের পরনে ছিল সাদা ফুলহাতা টি-শার্ট এবং নীল রঙের প্যান্ট। হাতে ছুরি। সেই ছুরি দিয়ে প্রবীণ ব্যক্তির দাড়ি কেটে নেওয়া হয়। অপর ব্যক্তির পরনে ছিল কালো শার্ট ও লাল ট্রাউজার। আর তৃতীয় ব্যক্তিকে আকাশি রঙের শার্ট ও ধূসর রঙের প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। দুষ্কৃতীরা যখন তাঁর উপর চড়াও হয়েছে, তখন সামাদ তাদের বোঝানোর চেষ্টা করেন। বলেন, তারা অপরাধ করছে। সামাদের কথায়, ‘আমি যখন মসজিদের দিকে যাচ্ছিলাম, তখন আমাকে সেখানে পৌঁছে দেওয়া হবে জানায় একজন। অটোতে উঠতেই দেখি সেখানে দু’জন বসে রয়েছে। তারপর তারা মসজিদের বদলে আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে। স্লোগান দিতে বাধ্য করে আমার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তারপর ছুরি বেরে করে আমার দাড়ি কেটে নেয়।’ এ বিষয়ে থানায় অভিযোগ জানানোর পর গাজিয়াবাদ পুলিস প্রভাস গুজ্জর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।

15th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ