বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সর্বকালীন রেকর্ড কলকাতায়
সেঞ্চুরির পথে পেট্রল, ডিজেল
টপকালো ৯০-এর গণ্ডি

কলকাতা: দু’এক দিনের বিরতির পর ফের পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি অব্যাহত। বেশ কিছু শহরে আগেই ১০০-র গণ্ডী টপকেছিল পেট্রল ৷ এবার দোসর হচ্ছে ডিজেলও। আজ, সোমবার তো আবার দাম বেড়ে কলকাতায় ডিজেলের দাম সর্বকালীন রেকর্ডও গড়ল। মহানগরীতে নব্বইয়ের গণ্ডি টপকে গেল লিটার প্রতি ডিজেলের দাম।
আজ, লিটার প্রতি ডিজেলের দাম ২৯ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০ টাকা ১২ পয়সা। পিছিয়ে নেই পেট্রলও। মুম্বইয়ের পর এবার কলকাতাতেও সেঞ্চুরি থেকে মাত্র আর কয়েক কদম দূরে রয়েছে পেট্রল। আজ এখানে লিটার প্রতি ২৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩৪ পয়সা। অন্যদিকে, আজ রাজধানী দিল্লিতে পেট্রল মিলছে লিটার প্রতি ৯৬.৪১টাকায় ও ডিজেল লিটার প্রতি ৮৭.২৮টাকায়। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল ছুঁয়েছে  লিটার প্রতি ১০২.৫৮ টাকায়। আর ডিজেল লিটার প্রতি ৯৪.৭০ টাকা। কলকাতার মত চেন্নাইয়েও সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রল। আজ দাম হয়েছে লিটার প্রতি ৯৭.৮৯ টাকা। পাশাপাশি ডিজেল লিটার প্রতি ৯১.১২ টাকা।
এদিকে জ্বালানির ক্রমাগত এই মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে চড়চড়িয়ে। নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।         

14th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ