বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

শিবসেনা বিধায়কের নির্দেশে মুম্বইয়ে 
ঠিকাদারের গায়ে ঢালা হল আবর্জনা

মুম্বই: ভারী বৃষ্টি, বজ্রপাত, সঙ্গে ঝোড়ো হাওয়ায় অতিষ্ঠ মুম্বইবাসীর জনজীবন। নর্দমা উপচে নোংরা জল রাস্তায় জমে গিয়ে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলেছে। এলাকাবাসীর এই দুর্ভোগের জন্য ঠিকাদারকে দায়ী করলেন শিবসেনার বিধায়ক দিলীপ লান্ডে। শুধু তাই নয়, তাঁকে জলের মধ্যে রাস্তায় বসিয়ে গায়ে আবর্জনা ফেলার নির্দেশ দিলেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তর মুম্বইয়ের কান্দিভালির বিধায়ক দিলীপ এক কন্ট্রাক্টরকে জলমগ্ন রাস্তায় বসে পড়তে বলছেন। সেই নির্দেশ মেনে রাস্তায় বসেও পড়েন ওই কন্ট্রাক্টর। সে সময় ওই কন্ট্রাক্টরকে ধাক্কা দেয় বিধায়কের এক অনুগামী। এরপর বিধায়কের নির্দেশ মেনে দুই ব্যক্তি রাস্তা থেকে আবর্জনা তুলে তাঁর গায়ে ফেলে দেন। এই ঘটনায় বিতর্ক বেড়েছে। কন্ট্রাক্টরকে এইভাবে হেনস্তার মধ্যে কোনও দোষ দেখছেন না বিধায়ক দিলীপ। বরং তাঁর যুক্তি, নর্দমা পরিষ্কারের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের প্রয়োজনের সময় দেখা মিলছে না। কর্তব্যের খাতিরে শিবসেনার স্থানীয় প্রধানকে নিয়ে আমি ঘটনাস্থলে এসেছি। শিবসেনার কর্মীরা নর্দমা পরিষ্কার করতে শুরু করেন। এরপরই কন্ট্রাক্টরকে রাস্তায় ধরে এনে গায়ে আবর্জনা ফেলার নির্দেশ দেন বিধায়ক। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘কন্ট্রাক্টর ঠিকভাবে কাজ করেননি। তাই আমি এই নির্দেশ দিয়েছি।’ এদিকে, বৃষ্টি থামার লক্ষণ নেই মুম্বইতে। বেশ কয়েকটি জায়গা জলমগ্ন। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ‘অতি ভারী বৃষ্টি’র যে সতর্কতা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। বহু জায়গায় রেল লাইন রয়েছে জলের নীচে। বৃহন্মুম্বই ইলেক্ট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (বেস্ট) পক্ষে জানানো হয়েছে, বেশ কয়েকটি জায়গা জলমগ্ন থাকায় কিছু বাসকে বসিয়ে দিতে হয়েছে। এরই মধ্যে রবিবার মুম্বইয়ের ঘাটকোপারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, পার্কিং লটে হঠাৎ ধসে তলিয়ে যাচ্ছে একটি আস্ত গাড়ি। পুলিস জানিয়েছে, ওই জায়গায় একটি কুয়ো ছিল। কেউ কুয়োটি ঢেকে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। বৃষ্টির জন্য মাটি আলগা হওয়াতেই এই বিপত্তি। কেউ জখম হননি। 

14th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ