বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উত্তরপ্রদেশে বালির চরে
পোঁতা রয়েছে একাধিক দেহ

আতঙ্কিত এলাকাবাসীরা

উন্নাও, ১৩ মে (পিটিআই): বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের নদীতে করোনা রোগীদের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। তা নিয়ে জেলা প্রশাসন স্তরে খুব হইচইও দেখা দেয়। সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই এবার নদীর চরে একাধিক মৃতদেহ পোঁতার খবর সামনে এল। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের উন্নাওতে নদী সংলগ্ন বালির চরে একাধিক দেহ পোঁতা হয়েছে। অনেকগুলি আবার গেরুয়া কাপড়ে মোড়াও রয়েছে। তবে সেগুলি কোভিড আক্রান্তের দেহ কী না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। স্থানীয়দের দাবি, কাঠের অভাব এবং সৎকারের সামর্থ না থাকার ফলেই দেহগুলি বালির চরে পুঁতে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে উন্নাওয়ের জেলাশাসক জানিয়েছেন, নদীর চরে দেহ পুঁতে রাখার খবর আমরা পেয়েছি। নিয়মঅনুসারে কিছু মানুষ দেহ সৎকার না করে পুঁতে দেন। পুরো বিষয়টিতে তদন্ত হবে। ইতিমধ্যেই কয়েকজন পুলিস আধিকারিককে অকুস্থলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, যে জায়গায় দেহগুলি পাওয়া গিয়েছে সেটি আসলে সৎকার কার্যেরই জায়গা। তবে বিরোধী রাজনৈতিক দলের একাংশের অভিযোগ, যোগী রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর হিসেবে বিস্তর গরমিল রয়েছে।  বালিতে দেহ পুঁতে এ ভাবেই ধামাচাপা দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটি।

13th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ