বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

করোনায় মৃত্যু ট্যুইটারে মোদির
ফলো করা ‘ভক্ত’ সঙ্ঘকর্মীর

আগ্রা: সঙ্ঘকর্মী। তাঁকে ট্যুইটারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফলো করেন। করোনা আক্রান্ত হয়ে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন। এমন ‘ভিআইপি’ হওয়া সত্ত্বেও সাহায্য না পেয়ে প্রাণ হারালেন আগ্রার বাসিন্দা অমিত জয়সওয়াল। তাঁর মৃত্যুর ১০ দিন পরে করোনা আক্রান্ত হয়েই প্রাণ হারান অমিতের মা। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ একনিষ্ঠ সঙ্ঘকর্মীর দিদি ও তাঁর জামাইবাবু।
গত ১৯ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর ভর্তি হতে গেলে আগ্রার হাসপাতলে বেড পাননি অমিত। তাঁকে ফিরে যেতে হয়। পরে বহু কষ্টে পরদিন মথুরার নিয়তি হাসপাতালে ভর্তি হতে পেরেছিলেন অমিত। প্রয়োজন ছিল জীবনদায়ী রেমডিসিভির ইঞ্জেকশনের। প্রধানমন্ত্রী মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী হস্তক্ষেপ করবেন এই আশায় অমিতের ট্যুইটার অ্যকাউন্ট থেকে সাহায্যের আবেদন জানান তাঁর দিদি। সেই পোস্ট মোদি-যোগীকে ট্যাগ করেন। কিন্তু, ব্যর্থ হয় সেই চেষ্টা। ১০ দিন পর গত ২৯ এপ্রিল মথুরার নিয়তি হাসপাতালে প্রাণ হারান অমিত।এভাবে ভাইয়ের মৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছেন সোনু। তাঁর কথায়, ‘মোদিকে কখনই ক্ষমা করব না।’ অমিতের গাড়ির পিছনে মোদির যে বিশাল আকৃতির ব্যানার লাগানো ছিল, তাও ছিঁড়ে দিয়েছেন সোনু। পরিবার ও প্রতিবেশীর কাছে ‘মোদি ভক্ত’ নামেই পরিচিত ছিলেন অমিত। তাঁর হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। ট্যুইটারে মোদি তাঁকে ফলো করেন বলে ফলাও করতেন অমিত।

13th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ