বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিদেশি সাহায্যের প্রশংসা কেন্দ্রের

নয়াদিল্লি: বিতর্ক যতই থাকুক, করোনা মোকাবিলায় কেন্দ্রের অন্যতম ভরসার জায়গা বিদেশি সাহায্য। বুধবার তা আরও একবার স্পষ্ট  করে জানাল মোদি সরকার। করোনায় সহায়তার জন্য এদিন সেই দেশগুলির ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। বলা হয়েছে, এর ফলে করোনার বিরুদ্ধে লড়াই আরও সহজ হবে। ভারতের কঠিন পরিস্থিতিতে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে, তাতে তাদের সদিচ্ছাই প্রকাশ পায়। গত ২৭ এপ্রিল থেকে করোনা চিকিৎসার বিদেশি সামগ্রী ভারতে আসতে শুরু করেছে। মঙ্গলবার ব্রিটেন, মিশর, কুয়েত, দক্ষিণ কোরিয়ার পাঠানো অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার এবং ভেন্টিলেটর ভারতে এসে পৌঁছেছে। কেন্দ্র জানিয়েছে, বিদেশ থেকে পাওয়া চিকিৎসা সামগ্রী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো শুরু হয়েছে। এর জন্য কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং বিভিন্ন দপ্তর সব সময় সক্রিয় রয়েছে। এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৯ হাজার ২৮৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭ হাজার ৩৩টি অক্সিজেন সিলিন্ডার, ১৯টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট এবং ৫ হাজার ৯৩৩টি ভেন্টিলেটর দেওয়া হয়েছে।

13th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ