বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন নিয়ে ব্যস্ত চিকিৎসকরা
 গাড়িতেই মৃত্যু হল প্রাক্তন সেনাকর্মীর

পাটনা: গুজরাতের পর এবার বিহার। প্রকাশ্যে আরও এক বিজেপি শাসিত রাজ্যের করোনা মোকাবিলার কঙ্কালসার দশা। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রাণ হারালেন করোনা আক্রান্ত প্রাক্তন এক সেনাকর্মী। তাঁর নাম বিনোদ সিং। ঘটনাটি নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। যে গাড়ি করে বিনোদকে হাসপাতালে আনা হয়েছিল, সেখানেই প্রাণ হারান তিনি। আর এই ঘটনাটি যখন ঘটেছে, তখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের হাসপাতাল পরিদর্শন নিয়ে কর্মীদের ব্যস্ততা চলছিল। পাটনা থেকে ১২০ কিমি দূরে অবস্থিত লক্ষ্মীসরাই। সেখানকারই বাসিন্দা বিনোদ। কয়েকদিন আগে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিনোদকে রাজধানী পাটনার হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু, অন্যান্য হাসপাতালে ভর্তি না হতে পেরে বিনোদকে নালন্দা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেও তাঁকে তড়িঘড়ি ভর্তি না করে গাড়ির মধ্যেই অপেক্ষা করতে বলা হয়। ফল? যথাসময়ে চিকিৎসা না পেয়ে প্রাণ হারান দেশ সেবায় নিয়োজিত অবসরপ্রাপ্ত সেনানি।
বিনোদ-পুত্র অভিমন্যু কুমারকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বাবাকে পাটনায় নিয়ে আসার পর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেড না থাকায় চিকিৎসকেরা বিনোদকে ফিরিয়ে দেন। তারপর কয়েক ঘণ্টার জন্য একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল ১০টা নাগাদ বিনোদকে নালন্দা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু, স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন নিয়ে সকলে ব্যস্ত ছিলেন। তার জেরে গাড়িতেই দীর্ঘক্ষণ বিনোদকে অপেক্ষা করতে হয়। যথাসময়ে চিকিৎসা না পেয়ে প্রাণ হারান তিনি। অভিমন্যুর কথায়, ‘আমার বাবা করোনা আক্রান্ত ছিলেন। অন্য হাসপাতাল ভর্তি না নিলেও নালন্দা মেডিক্যাল কলেজ রাজি হয়েছিল। কর্তৃপক্ষ আমাদের দেড় ঘণ্টা গাড়িতে বসিয়ে রেখেছিল।’
এই ঘটনায় চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী পান্ডে বলেন, ‘আমরা সবাইকে সেরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু, তারপরেও কেউ মারা গেলে আমরা দুঃখিত। গত কয়েকদিন ধরে হাসপাতালগুলিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।’

15th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ