বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জীবনবিমার সাড়ে তিন কোটি টাকা
হাতাতে স্বামীকে পুড়িয়ে মারল স্ত্রী

কোয়েম্বাটোর: জীবনবিমার সাড়ে তিন কোটি টাকা হাতাতে স্বামীকে জীবন্ত পুড়িয়ে মারল স্ত্রী। টাকার লোভে এই নৃশংস কাজে ওই মহিলাকে সাহায্য করে তার এক আত্মীয়। তামিলনাড়ুর ইরোড জেলার এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কে রঙ্গরাজ (৬২)। বাড়ি ইরোড জেলার থুডুপতিতে। একটি পাওয়ার লুম ইউনিট ছিল রঙ্গরাজের। বাজারে ঋণ ছিল প্রায় দেড় কোটি টাকা। পাওনাদারদের তাগাদার মুখে পড়তে হচ্ছিল। তাতে নাজেহাল হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী জোথিমণি (৫৭)। এরই মধ্যে গত ১৫ মার্চ দুর্ঘটনার জেরে জখম হন রঙ্গরাজ। তাঁকে কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। গত বৃহস্পতিবার রঙ্গরাজকে ছুটি দেন চিকিৎসকেরা। তাঁকে একটি গাড়িতে তুলে বাড়ি ফেরানোর নাম করে রওনা দেয় জোথিমণি। সঙ্গে ছিল রাজা নামে এক আত্মীয়। পুলিসের এক অফিসার বলেন, রাত সাড়ে এগারোটা নাগাদ মাঝপথে একটি জায়গায় গাড়ি থামায় রাজা। রঙ্গরাজকে ভিতরে রেখে গাড়ি থেকে নেমে পড়ে দুই অভিযুক্ত। তারপর গাড়িতে পেট্রল ঢেলে রঙ্গরাজকে জীবন্ত পুড়িয়ে মারে তারা। পরে রাজা পুলিসকে জানায়, দুর্ঘটনার জেরে গাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে রঙ্গরাজের। কিন্তু রাজার কথাবার্তায় পুলিসের সন্দেহ হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ঘটনার আগে রাজা কাছের একটি পাম্প থেকে পেট্রল কিনে এনেছিল। পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিসের। সেই ভিডিও দেখাতেই ভেঙে পড়ে রাজা। অপরাধের কথা স্বীকার করে নেয়। সে জানায়, পাওনাদারদের তাগাদার কারণে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল জোথিমণি। রঙ্গরাজের জীবনবিমার সাড়ে তিন কোটি টাকা হাতাতে চেয়েছিল সে। তা থেকেই ঋণের দেড় কোটি টাকা মেটানোর পরিকল্পনা ছিল। রঙ্গরাজকে খুন করার কাজে সাহায্যের জন্য রাজাকে মোট দেড় লক্ষ টাকা দেবে বলেছিল। সেজন্য অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকা রাজাকে দিয়েছিল জোথিমণি। বাকি এক লক্ষ টাকা রঙ্গরাজের মৃত্যুর পর দেওয়ার কথা ছিল। সবটা জানার পর পুলিস শুক্রবার জোথিমণি ও রাজা, দু’জনকেই গ্রেপ্তার করে। 

11th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ