বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভিতরে করোনা রোগী, অ্যাম্বুলেন্স দাঁড়
করিয়ে আখের রসের দোকানে স্বাস্থ্যকর্মী

ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

ভোপাল: করোনা টিকাকরণের দেশব্যাপী কর্মসূচির মধ্যেই বেশ কয়েকটি রাজ্যে লাগাতার বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে ভাইরাসের নতুন স্ট্রেন যতটা দায়ী, ঠিক ততটাই দায়ী কোভিড স্বাস্থ্যবিধি নিয়ে আমজনতার নির্লিপ্ত মনোভাব। যত দিন যাচ্ছে করোনার মতোই ছোঁয়াচে হয়ে উঠছে ‘অসচেতনতা’। সাধারণ মানুষের পাশাপাশি এবার স্বাস্থ্যকর্মীদের মধ্যেও ছড়াচ্ছে এই ‘ঢিলেমি’ রোগ। যার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে। অ্যাম্বুলেন্সে করোনা রোগীকে নিয়ে যাওয়ার সময় মাঝপথে আখের রস খেতে নেমে পড়লেন এক স্বাস্থ্যকর্মী। গোটা ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। যেখানে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক এক লক্ষ ছাড়িয়েছে, সেখানে খোদ স্বাস্থ্যকর্মীরই এতবড় গাফিলতি মানতে পারছেন না নেটনাগরিকরা। তাদের সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে ওই স্বাস্থ্যকর্মীর আত্মপক্ষ সমর্থনের যুক্তি। ভিডিওতে ওই স্বাস্থ্যকর্মীকে বলতে শোনা গিয়েছে, ‘করোনা ওই রোগীর হয়েছে, আমার নয়। আমাকে আখের রস খেতে দিন।’ 
বর্তমানে দেশের যে ১০টি রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, তার মধ্যে অন্যতম হল মধ্যপ্রদেশ। সেই মধ্যপ্রদেশেরই শাহদোল জেলায় ঘটেছে ঘটনাটি। ভিডিওতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে একটি আখের রসের দোকানে পিপিই কিট পরে দাঁড়িয়ে রয়েছেন ওই স্বাস্থ্যকর্মী। থুতনির কাছে ঝুলছে মাস্ক। পাশেই দাঁড় করানো রয়েছে অ্যাম্বুলেন্স। সেটার ভিতরে শুয়ে রয়েছেন এক করোনা রোগী। যিনি ভিডিওটি করেছেন তিনিই প্রথম বিষয়টির প্রতিবাদ করেন। এগিয়ে গিয়ে ওই স্বাস্থ্যকর্মীর কাছে এমন অর্বাচীনের মতো আচরণের কারণ জানতে চান তিনি। ওই ব্যক্তি প্রশ্ন করেন, ‘করোনা রোগী নিয়ে রাস্তা ভর্তি লোকের মধ্যে মাস্ক নামিয়ে আপনি জুস খেতে নেমে গেলেন?’ যার উত্তরে ওই স্বাস্থ্যকর্মী বলেন, ‘আমার করোনা হয়নি। আমি শুধু একজন করোনা রোগীকে নিয়ে যাচ্ছি। যান, বিরক্ত করবেন না।’ পরে অবশ্য ক্যামেরা চলছে বুঝতে পেরে, মাস্ক নাকের কাছে তুলে নেন তিনি।

10th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ