বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ঠিকমতো মাস্ক না পরায়
অটোচালককে বেধড়ক মার
সাসপেন্ড ২ পুলিসকর্মী

ইন্দোর: ঠিকমতো মাস্ক না পরায় এক অটোচালককে বেধড়ক মারধর করল দুই পুলিসকর্মী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। পুলিসের সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। পাশাপাশি নিন্দায় সরব হয়েছেন, নেটিজেনদের একাংশ। অভিযুক্ত দুই কনস্টেবলকে সাসপেন্ড করেছে ইন্দোর পুলিস। ইন্দোরে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সকালে ওই অটোচালক সঠিকভাবে মাস্ক না পরে গাড়ি নিয়ে রাস্তায় বের হন। অটোচালকের সঙ্গে তাঁর শিশুপুত্রও ছিল। মুখে মাস্ক ঠিকমতো না থাকায় অটোচালককে আটকায় কর্তব্যরত দুই পুলিসকর্মী। তখন পুলিসকর্মীদের সঙ্গে তাঁর কাটাকাটি হয়। তার জেরে আচমকাই অটোচালককে রাস্তায় ফেলে মারধর করতে থাকেন দুই কনস্টেবল। বাবাকে মারতে দেখে পুলিসকর্মীদের পা ধরে ছেলে কাকুতিমিনতি করে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন পথচারীরা। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পুলিস সুপার আশুতোষ বাগড়ি বলেন, ওই দুই কনস্টেবলকে চিহ্নিত করে বরখাস্ত করা হয়েছে। যদিও পুলিসের দাবি, ওই অটোচালকই প্রথমে পুলিসকর্মীদের উপর চড়াও হয়। এদিকে, প্রায় দু’সপ্তাহ ধরে ইন্দোরে পরিবারের মধ্যেই করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। এর ফলে দৈনিক সংক্রমণের হার ৪০-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

8th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ