বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সরকারি আমলাদের লাঠিপেটার
পরামর্শ, ফের বিতর্কে গিরিরাজ 

নয়াদিল্লি: ফের বেফাঁস মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এবার সরাসরি জনতাকে আইন হাতে তুলে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন তিনি। শনিবার বেগুসরাইয়ের খোদাওয়ান্দপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী। মন্ত্রী জানান, বিভিন্ন সমস্যায় সরকারি আধিকারিকদের নিষ্ক্রিয়তা নিয়ে মানুষের ভুরিভুরি অভিযোগ আসে তাঁর কাছে। আমলারা অভিযোগগুলিকে বিশেষ গুরুত্ব দেন না বলে অনেকেই তাঁর কাছে নালিশ জানান। এরপরই উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি তাঁদের বলি, এইসব ছোটখাটো বিষয় নিয়ে কেন আমার কাছে আসেন? এমপি, এমএলএ, গ্রামপ্রধান, জেলাশাসক, এসডিএম, বিডিও— এঁরা সবাই জনতার কাজ করতে দায়বদ্ধ। যদি এঁরা আপনার কথা না শোনেন, তাহলে হাতে একটা লাঠি নিন আর সজোরে তাঁদের মাথায় মারুন।’ তাঁর আরও সংযোজন, ‘এতেও যদি কাজ না হয়, তখন গিরিরাজ আপনার পাশে এসে দাঁড়াবে।’ গিরিরাজের কথা শুনে করতালিতে ফেটে পড়ে জনতা। তবে, সেই সময় মঞ্চে উপস্থিত বিশিষ্টরা খানিকটা বিব্রত হয়ে পড়েন।
স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতিক্রিয়া, ‘পিটাই’ বা মারধরের মতো শব্দ ব্যবহার করা যুক্তিসঙ্গত কি না, তা ওঁকেই জিজ্ঞেস করা উচিত। যদিও ড্যামেজ কন্ট্রোলে নেমে নামপ্রকাশে অনিচ্ছুক বিহার বিজেপির এক নেতা বলেন, ‘গিরিরাজ সিং একজন জননেতা। তাই মানুষের ক্ষোভের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেওয়ার দায় তাঁর রয়েছে। তাই মন্ত্রীর কথাগুলিকে রূপক অর্থে নিতে হবে, আক্ষরিক অর্থে নয়।’ 

8th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ