বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মুখ খুললেন তাপসী, নাম
না করে তোপ কঙ্গনাকেও 

নয়াদিল্লি: গত মঙ্গলবার অভিনেত্রী তাপসী পান্নু সহ বেশ কয়েকজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। চারদিনের মাথায় সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। বেআইনি সম্পত্তি, করফাঁকির অভিযোগ নিয়ে তিনটি ট্যুইট করেছেন তিনি। তাতে কটাক্ষের সুরে তাপসী লিখেছেন, মূলত তিনটি বিষয় জানতে টানা তিনদিন ধরে জোর তল্লাশি চালানো হয়েছে। এর প্রথমটি হল প্যারিসের একটি বাংলো। ওই বাংলোর সঙ্গে যে তাঁর কোনও সম্পর্ক নেই তা বোঝাতে তাপসীর ট্যুইট, ওই বাংলোটি নাকি আমার। তারই চাবি খোঁজা হচ্ছিল। দ্বিতীয় বিষয়টি হল, ৫ কোটি টাকার একটি রসিদ নিয়ে অভিযোগ উঠেছে। ওই রসিদটা পেলে আমি বাঁধিয়ে রেখে দেব। কারণ, সে টাকা আমি নিতে অস্বীকার করেছিলাম। তৃতীয়ত, ২০১৩ সালের আয়কর হানা। যেটির কথা মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী উল্লেখ করেছিলেন। আমি এখন স্মৃতি হাতড়াচ্ছি। তৃতীয় ও শেষ ট্যুইটটির সঙ্গে ‘পুনশ্চ’ জুড়ে দিয়েছেন তাপসী। তাতে নাম না করে কঙ্গনা রানাওয়াতকেও কটাক্ষ করেছেন তিনি। লিখেছেন, ‘ আমি আর খুব একটা সস্তা নই’। উল্লেখ্য, বেশ কয়েকবার তাপসীকে সস্তার অভিনেত্রী বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। এদিন সুযোগ পেয়ে মজার ছলে জবাব দিলেন তাপসী পান্নু। পাল্টা জবাব দিয়ে অবশ্য কঙ্গনা বলেছেন, তুমি সবসময়ই সস্তা।
তাপসী ছাড়াও সেদিন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বাড়ি-অফিসেও হানা দিয়েছিল আয়কর আধিকারিকরা। আপাতত সেসব ভুলে সিনেমা তৈরিতে মন দিতে চাইছেন অনুরাগ। শনিবার থেকেই ‘দোবারা’র শুটিং শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে তাপসীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন অনুরাগ। সেইসঙ্গে লিখেছেন, নিন্দুকদের প্রতি অনেক ভালোবাসা জানিয়ে দোবারার কাজ ফের শুরু হল। যদিও আয়কর হানা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। 

7th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ