বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পরিবার টাকা মেটাতে না পারায় অর্ধেক
চিকিৎসা, যোগী-রাজ্যে মৃত্যু শিশুর

লখনউ: নাকের মধ্যে সেলাইনের নল। চিকিৎসকরা বের করে দিয়েছেন প্রয়াগরাজের হাসপাতাল থেকে। গেটের সামনে বাবা-মায়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তিন বছরের এক শিশুকন্যা। উত্তরপ্রদেশের এক শিশুকন্যার মৃত্যুর এহেন ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় বইছে। অভিযোগ, টাকা দিতে না পারায় চিকিৎসা সম্পূর্ণ না করেই তিন বছরের ওই শিশুকন্যাকে বের করে দিয়েছে প্রয়াগরাজের বেসরকারি হাসপাতাল। বের করার আগে অপারেশনের ফলে তৈরি শরীরের ক্ষতগুলি সেলাই পর্যন্ত করে দেওয়া হয়নি। হাসপাতালের বাইরেই মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার। অভিযোগ সামনে আসার পরেই দেশজুড়ে বিতর্ক দেখা দিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ঘটনার তদন্তে এগিয়ে এসেছে। কমিশনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। অভিযুক্ত ওই হাসপাতাল এবং চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দিতে বলেছে কমিশন।
সোশ্যাল মিডিয়ায় ওই শিশুকন্যার বাবার একাধিক ভিডিও দেখা গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, শিশুর নাকে নল লাগানো রয়েছে। একটি ভিডিওতে তার বাবা বলছেন, ‘আমাদের থেকে সব টাকা নিয়ে নেওয়ার পরে এক চিকিৎসক বলেন, আর কিছু করার নেই। তিনি পাঁচ লক্ষ টাকা চেয়েছিলেন। আমাদের সর্বস্ব দিয়েছি। তিনবার রক্ত চেয়েছে। তাও দিয়েছি।’ তবে ওই বেসরকারি হাসপাতাল শিশুকন্যার বাবার অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর প্রমোদ কুমার বলেন, ‘আমাদের হাসপাতালে শিশুটির ১৫ দিন চিকিৎসা হয়েছে। এরপর অন্য একটি সরকারি হাসপাতালে রেফার করা হয়। এক লক্ষ ২০ হাজার টাকা বিল হলেও, তাদের থেকে কেবল ছয় হাজার টাকা চাওয়া হয়।’ প্রয়াগরাজের এএসপি সমর বাহাদুর বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি ওই শিশুকন্যাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের সরকারি এস আর এম হাসপাতালে রেফার করা হয়। সেখানে না নিয়ে গিয়ে শিশুকন্যাকে শিশু হাসাপালে নিয়ে যান তার বাবা-মা। সেখানে তার কয়েকদিন চিকিৎসা চলে। পরে আবার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার মৃত্যু হয়।’  

7th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ