বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নাবালিকাকে ধর্ষণ ও মৃত্যুতে
অভিযুক্তকে ফাঁসির নির্দেশ  

সংবাদদাতা, বোলপুর: এক নাবালিকাকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে শুক্রবার ফাঁসির সাজা দিলেন বোলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আসগর চৌধুরী। বাড়ি লাভপুরে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় তিন বছর আগে লাভপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক অসুস্থ নাবালিকা ছাত্রীকে চিকিৎসার নাম করে সে ফুঁসলিয়ে নিয়ে যায়। এরপর লাভপুর প্রাথমিক স্বাস্থকেন্দ্রের পরিত্যক্ত একটি কোয়ার্টারে তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের ওই নির্যাতিতা সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায় আসগর। প্রচুর রক্তক্ষরণে হাসপাতালেই তার মৃত্যু হয়। ২০১৮ সালের ১২ এপ্রিল লাভপুর থানায় এব্যাপারে মেয়েটির বাবা আসগর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত আসগর চৌধুরী মাঝে মাঝেই মেয়েকে উত্ত্যক্ত করত। পুলিস ধর্ষণ করে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। ওই নির্যাতিতা নাবালিকা হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ৬নম্বর ধারাতেও মামলা শুরু হয়। পুলিস ওই বছরের ৬ জুলাই আদালতে এই ঘটনার চার্জশিট পেশ করে। কিন্তু করোনা আবহে শুনানি অনেকদিন আটকে ছিল। এক বছর পর পুলিস অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই মামলা পেশ করে। ২০জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত ৪মার্চ অভিযুক্ত আসগর চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বোলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সুজয় সেনগুপ্ত। শুক্রবার বিচারক অভিযুক্ত আসগর চৌধুরীকে ফাঁসির সাজা শোনান। পাশাপাশি নির্যাতিতা পরিবারকে রাজ্য সরকারের তরফে এক লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন। এদিন বোলপুর আদালতে এই মামলার রায় শুনতে প্রচুর মানুষ ভিড় করেন। 

6th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ