বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নীতির বিরোধিতা করলেই গারদে ভরা
যায় না জামিন পরিবেশকর্মী দিশা রবির 

নয়াদিল্লি: সরকারের নীতির বিরোধিতা করলেই তাঁকে গারদে পুরে দেওয়া যায় না। বিতর্কিত টুলকিট মামলায় পরিবেশকর্মী দিশা রবিকে জামিন দিয়ে এমনই মন্তব্য করলেন বিচারক ধর্মেন্দ্র রানা। মঙ্গলবার এক লক্ষ টাকার বন্ড ও সম পরিমাণ অর্থের দু’টি সিওরিটির ভিত্তিতে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। এদিন শুনানিতে দিল্লি পুলিসের কড়া সমালোচনা করেন তিনি। বিচারক জানিয়েছেন, ২২ বছরের মেয়েটির অপরাধের সঙ্গে যুক্ত থাকার কোনও অতীত রেকর্ড নেই। এই মামলায় তাঁর বিরুদ্ধে এখনও কোনও শক্তিশালী প্রমাণ জমা পড়েনি। তাঁকে জামিন না দেওয়ার কোনও কারণ নেই। আদালত জানিয়েছে, খলিস্তানপন্থী সংগঠন পিজেএফের সঙ্গে দিশার সরাসরি যোগাযোগের কোনও তথ্য মেলেনি। এছাড়া, ২৬ জানুয়ারি দিল্লিতে হিংসার ঘটনায় ওই পরিবেশকর্মীর যোগ নিয়ে একটিও প্রমাণ দিতে পারেনি পুলিস। বিচারক বলেন, কোনও মন্ত্রী যখন সরকারের গরিমা নষ্ট করেন, তখন তো দেশদ্রোহের মামলা হয় না। অন্যদিকে, এদিনই অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছেন টুলকিট মামলায় আরও এক অভিযুক্ত শান্তনু মুলুক।  

24th     February,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ