বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

পরিবেশমন্ত্রী কে? ওয়েবসাইটে এখনও মুখ্যমন্ত্রীর নাম ও ছবি থাকায় বিভ্রান্তি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রী কে? উত্তর জানা না থাকলে যে কেউ পরিবেশ দপ্তরের ওয়েবসাইট থেকে তা জেনে নিতে পারেন। কিন্তু এখানেই গোল বেধেছে! সেই ওয়েবসাইটেই দীর্ঘদিন ধরে ভুল তথ্য প্রদর্শিত হচ্ছে। রাজ্যের বর্তমান পরিবেশমন্ত্রী হলেন মহম্মদ গুলাম রব্বানি। অথচ দপ্তরের ওয়েবসাইটে পরিবেশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি জ্বলজ্বল করছে এখনও। প্রশাসনের অন্দরে গুঞ্জন, বিষয়টি সরকারের শীর্ষ আমলাদের নজরে এলেও দুম করে মুখ্যমন্ত্রীর ছবি সরানোর সিদ্ধান্ত নিতে পারছেন না তাঁরা। 
এক আমলার কথায়, গত ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। শিশু-মহিলা সহ অনেকের প্রাণহানি হয়। ওই ঘটনায় তৎকালীন পরিবেশমন্ত্রী মানস ভুঁইঞার ভূমিকা নিয়ে প্রশাসনের অন্দরে চর্চা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিবেশ দপ্তর মানসবাবুর হাতছাড়া হয়নি। কিন্তু তারপর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (পিসিবি) একটি অনুষ্ঠানে যোগ দেন মানসবাবু। সেই অনুষ্ঠান-মঞ্চের পিছনে ব্যানারে পরিবেশমন্ত্রীর উল্লেখ থাকলেও মুখ্যমন্ত্রীর ছবি ছিল না। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন মানসবাবু। তারপর থেকে মানসবাবুর চেয়ার নড়বড়ে হয়ে পড়ে। চলতি বছরের জুনে তাঁকে পরিবেশ দপ্তর থেকে ছেঁটে ফেলা হয়। মুখ্যমন্ত্রী নিজেই পরিবেশ দপ্তরের ভার তুলে নেন। সেই দিনই সরকারি ওয়েবসাইটে পরিবেশমন্ত্রী হিসেবে মমতার নাম ও ছবি উঠে যায়। কিন্তু সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়। মুখ্যমন্ত্রী পরিবেশ দপ্তরের দায়িত্ব দেন মহম্মদ গুলাম রব্বানিকে। তারপর ১৬ দিন কেটে গেলেও পরিবেশ দপ্তরের ওয়েবসাইটে দপ্তরের মন্ত্রী হিসেবে মমতার ছবিই রয়ে গিয়েছে। নয়া মন্ত্রীর ছবি ও নাম পরিবেশ দপ্তরের সরকারি ওয়েবসাইটে কবে স্থান পায়, সেটাই এখন দেখার।        

4th     October,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ